জেলা

পশ্চিম বর্ধমানের কুলটিতে বিজেপি বিধায়কের মদতে চলছে গরুপাচার! ভাইরাল অডিও ঘিরে শোরগোল

পশ্চিম বর্ধমানের কুলটির বিধায়ক বিজেপির অজয় পোদ্দারের মদতে তাঁর ছেলে বঙ্গনিউজ ওই অডিয়োর সত্যতা যাচাই করেনি ৷ কিন্তু এই নিয়ে শিল্পাঞ্চলের রাজনৈতিক মহলে তোলপাড় শুরু হয়েছে ৷ তৃণমূল নয়, এরকম মারাত্মক অভিযোগ তুলেছেন খোদ বিজেপি নেতা কর্মীদের একাংশ। দুই বিজেপি মণ্ডল সভাপতির অডিও ভাইরাল নিয়ে তোলপাড় কুলটি। অভিযোগ অস্বীকার করেছেন বিধায়ক ও বিধায়ক পুত্র। যদিও তাঁরা প্রতিক্রিয়া দিতে নারাজ।

কুলটি এলাকায় গরু পাচারের সঙ্গে যুক্ত সেখানকার বিজেপি বিধায়ক অজয় পোদ্দার। তার ছেলে অজয় পোদ্দারই টাকা তোলে। প্রতিদিন চল্লিশ হাজার টাকা করে মেলে গরু পাচার থেকে। কুলটি বিধানসভা এলাকার ২ বিজেপি নেতার কথোপকথনের এই অডিও ক্লিপ ভাইরাল হতেই শোরগোল কুলটি জুড়ে। অডিও ক্লিপের সত্যতা যাচাই করেনি সংবাদ প্রতিদিন। যে অডিও ক্লিপটি ভাইরাল হয়েছে সেখানে কথোপকথন করতে শোনা যাচ্ছে কুলটি বিধানসভা এলাকার তিন নম্বর মণ্ডলের সভাপতি কাঞ্চন সিনহা এবং তিন নম্বর মণ্ডলের ইনচার্জ বিভাস সিংকে। প্রায় সাড়ে চার মিনিটের কথোপকথনে উঠে এসেছে একাধিক বিস্ফোরক অভিযোগ। সেখানে তাদের অভিযোগ বরাকর সহ কুলটি এলাকায় গরু পাচার হচ্ছে। বিজেপির টিকিটে কাউন্সিলর ভোটে লড়াই করেছিল জনৈক রাজু। ওই রাজুর নাম করেই গরু পাচার হচ্ছে বলে অডিও ক্লিপে অভিযোগ করা হয়েছে। কথোপকথনে উঠে এসেছে রাজু নামক ব্যক্তির সঙ্গে অজয় পোদ্দারের ঘনিষ্ঠতার কথা। শুধু তাই নয় গরু পাচারের টাকা তুলছে বিধায়ক অজয় পোদ্দারের ছেলে যুবনেতা কেশব পোদ্দার। গরু পাচার নিয়ে যেখানে সিবিআই এর তৎপরতা তুঙ্গে ইডি হেফাজতে অনুব্রত মণ্ডলের মতো নেতা সেখানে বিজেপি বিধায়কের বিরুদ্ধে ওঠা বিস্ফোরক অভিযোগ-সহ অডিও ক্লিপ মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়। বিষয়টি বিজেপি নেতৃত্বের নজরেও আসে। অন্যদিকে, বিজেপি বিধায়ক অজয় পোদ্দার কিছু না বললেও স্বল্প প্রতিক্রিয়া দুই মদ্যপের কথা বার্তায় তিনি গুরুত্ব দিতে নারাজ। তৃণমূলের সঙ্গে চক্রান্ত করে দলের কয়েকজন এই কাজ করছে। যদিও জেলা সভাপতি দিলীপ দে বলেন, “বিষয়টি আমাদের নজরে এসেছে। তদন্ত করে দেখা হবে।” দুই বিজেপি নেতার কাছেই জানতে চাওয়া হবে তাঁরা কেন এই ধরনের অভিযোগ তুলল। দু’জনকে শোকজ করা হয়েছে। কুলটি বিধানসভা এলাকার তিন নম্বর মণ্ডলের সভাপতি কাঞ্চন সিনহা বলেন, “ওই কথোপকথনটি তারই। অডিও তিনি জেলা নেতৃত্বকে পাঠিয়েছিলেন। কি করে বাইরে এল জানেন না।” মণ্ডল তিনের ইনচার্জ বিভাস সিং বলেন, “তিনি যা দেখেছেন। যা খবর পেয়েছেন তাই বলেছেন। তিনি কোথাও বলেননি বিধায়ক জড়িত। তবে বিধায়ক বিষয়টি জানেন।”