শুক্রবার আগুন আতঙ্ক ছড়ায় কাটিহার-মালদহ প্যাসেঞ্জার ট্রেনে৷ এর জেরে আটকে পড়ে ট্রেনটি। এই প্যাসেঞ্জার ট্রেনের কারণে আটকে যায় বন্দে ভারত এক্সপ্রেসও। জানা গিয়েছে, সিগন্যাল না পাওয়ায় ৪০ মিনিট আটকে থাকল হাওড়াগামী ডাউন বন্দে ভারত এক্সপ্রেসও। মালদহের ভালুকা রোড স্টেশনের ঘটনা। কাটিহার ডিভিশন সূত্রে খবর, আপ লাইনে 55702 আপ কাটিহার মালদা প্যাসেঞ্জার ট্রেনের যাত্রীদের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়ায়। কাটিহার থেকে মালদা ফেরার পথে আচমকা ট্রেনের নীচের অংশ থেকে ধোঁয়া বেরতে দেখতে পান । সাংঘাতিক আতঙ্ক ছড়িয়ে পড়ে যাত্রীদের মধ্যে। ওই অবস্থা ট্রেনটি মালাহার স্টেশন থেকে সামসি স্টেশনে আসে। ধোঁয়ায় ভরে যায় ট্রেনের কামরা। ইঞ্জিনের ঠিক পিছনের কামরাতেই এই ঘটনা ঘটেছে। আগুন লাগার খবর পয়ে তৎক্ষণাৎ ব্যবস্থা নেয় রেল কর্মীরা।