কলকাতা

নবম-দশম শিক্ষক নিয়োগ দুর্নীতিতে ১২ জনের বিরুদ্ধে চার্জশিট পেশ করল সিবিআই, নাম নেই প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের

নবম-দশম শ্রেণিতে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় চার্জশিট পেশ করল সিবিআই। তবে তাৎপর্যপূর্ণভাবে তাতে নাম নেই প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের। তবে শান্তিপ্রসাদ সিনহা, সুবীরেশ ভট্টাচার্য, কল্যাণময় গঙ্গোপাধ্যায় সহ ১২ জনের নাম রয়েছে চার্জশিটে। এই ১২ জনের মধ্যে শান্তিপ্রসাদ সিনহা, সুবীরেশ ভট্টাচার্য, কল্যাণময় গঙ্গোপাধ্যায়, অশোক সাহা সহ ৬ জন সিবিআইয়ের হাতে ইতিমধ্যেই গ্রেপ্তার হয়েছেন। বাকিরা গ্রেপ্তার না হলেও চার্জশিটে এদের প্রাইভেট পার্সন বলে উল্লেখ করেছে সিবিআই। অর্থাত এরা প্রত্যক্ষভাবে দুর্নীতিতে জড়িত ছিলেন না বলেই বোঝাতে চেয়েছে সিবিআই। তবে পার্থ চট্টোপাধ্যায়ের নাম চার্জশিটে না থাকায় প্রশ্ন উঠেছে। তবে আইনজীবী মহলের ব্যাখ্যা, প্রথম চার্জশিটে নাম না থাকলেও পরে সাপ্লিমেন্টারি চার্জশিট দিতেই পারে সিবিআই। তখন সেখানে পার্থ চট্টোপাধ্যায়ের নাম উল্লেখ করা যেতে পারে। প্রসঙ্গত. দীর্ঘদিন ধরেই শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগ উঠছিল। এনিয়ে আদালতে মামলাও হয়। জল গড়ায় আদালত পর্যন্ত। তদন্তভার পায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সেই মামলাতেই গ্রেপ্তার করা হয়েছে পার্থ চট্টোপাধ্যায়, কল্যাণময় গঙ্গোপাধ্যায় সহ বেশ কয়েকজন উচ্চপদস্থ আধিকারিককে।