বিদেশ

বাকিংহাম প্যালেসে রাজার সঙ্গে সাক্ষাৎ নয়া প্রধানমন্ত্রীর

প্রথম ভারতীয় বংশোদ্ভুত হিসেবে ব্রিটিশ প্রধানমন্ত্রীর দায়িত্ব নিলেন ঋষি সুনক। ৪২ বছর বয়সী কনজারভেটিভ পার্টির নেতাকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ করেন রাজা তৃতীয় চার্লস। বাকিংহাম প্যালেসে রাজার সঙ্গে সাক্ষাতের পরে প্রধানমন্ত্রী হিসেবে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ভারতীয় বংশোদ্ভুত ৪২ বছরের নেতা বলেন, ‘অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাওয়াই হবে প্রথম কাজ।’ বাকিংহাম প্যালেস থেকে বেরিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী বলেন, ‘দেশকে ঐক্যবদ্ধ করাই আমার প্রথম কাজ। কথায় নয়, এটা কাজে করে দেখাব।’ আর্থিক নীতির কারণেই মাত্র ৪৫ দিনের মাথায় প্রধানমন্ত্রীর পদে ইস্তফা দিতে হয়েছিল লিজ ট্রাসকে। গত কয়েক মাস ধরে প্রচণ্ড আর্থিক সঙ্কটে ভুগছে রাজার দেশ। প্রধানমন্ত্রী হিসেবে সেই আর্থিক সঙ্কট থেকে দেশকে উদ্ধার করা যে তাঁর মূল লক্ষ্য তাও স্পষ্ট করে দিয়েছেন সুনক। সাংসদ ও মন্ত্রী হিসেবে কাজের সুযোগ দেওয়ার জন্য প্রাক্তন প্রধানমন্ত্রী বরিস জনসনের প্রতিও কৃতজ্ঞতা জানিয়েছেন ব্রিটেনের নয়া প্রধানমন্ত্রী।