কলকাতা

যাদবপুর কাণ্ডে চার্জশিট পেশ কলকাতা পুলিশের

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্রের মৃত্যুতে শেষপর্যন্ত আত্মহত্যায় প্ররোচনার ধারায় চার্জশিট পেশ করল কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ। বাদ গেল না র‌্যাগিং ও পকসো আইনের ধারাও। অভিযুক্তের তালিকায় বর্তমান ও প্রাক্তনী মিলিয়ে ১২ জন পড়ুয়া। গত ৯ অগাস্ট যাদবপুর বিশ্ববিদ্যালয়ের হস্টেলের ৩ তলা থেকে নিচে পড়ে যায় প্রথম বর্ষের পড়ুয়া। পরের দিন হাসপাতালে মৃত্যু হয়। কীভাবে? মৃতের বাবার অভিযোগের ভিত্তিতে খুনের মামলা দায়ের করে কলকাতা পুলিসের গোয়েন্দা বিভাগ। একে একে গ্রেফতার করা হয় যাদবপুরের প্রাক্তন ও বর্তমান পড়য়াদের। তদন্তে উঠে আসে চাঞ্চল্য়কর তথ্য। এবার চার্জশিট পেশ করা হল। যাদবপুরের মৃত পড়ুয়া ছিল আঠেরোর কম। চার্জশিটে উল্লেখ, ‘প্রথমদিন থেকে হস্টেলে মানসিক ও শারীরিক নির্যাতনের শিকার হয় সে। অত্য়াচারের মাত্রা এতটাই বেশ ছিল যে, আত্মহত্য়ার পথ বেছে নিয়ে প্রথম শ্রেণির পড়ুয়াটি’।