ছত্তিশগড়ের বিধানসভা নির্বাচনে ইস্তেহার প্রকাশ করেছে বিজেপি। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রায়পুরের বিজেপির কার্যালয়ে বিধানসভা নির্বাচনের জন্য ইস্তেহার প্রকাশ করেছেন। অমিত শাহ বলেন, নির্বাচনী ইস্তেহার আমাদের জন্য একটি রেজোলিউশন লেটার। ছত্তিশগড় প্রতিষ্ঠার উদ্দেশ্য ছিল এই রাজ্যকে উন্নয়নের মূলস্রোতে নিয়ে আসা। আমরা ছত্তিশগড়ে কাজ করার সুযোগ পেয়েছি। ১৫ বছরে ছত্তিশগড় অসুস্থ রাজ্য থেকে একটি ভাল রাজ্যে রূপান্তরিত হয়েছিল।তিনি আরও বলেন, এখন আবার নির্বাচন এসেছে। ছত্তিশগড়ের মানুষ পরিবর্তন আনতে চলেছে। আমরা ছত্তিশগড়কে সম্পূর্ণ উন্নত রাজ্যে পরিণত করতে কাজ করব। ছত্তিশগড়কে নকশালবাদ থেকে বের করে আনার কাজ করেছে বিজেপি। ছত্তিশগড় এমন রাজ্যে পরিণত হয়েছে যেখানে MNREGA-এর অধীনে ১৫০ দিনের কর্মসংস্থান দেওয়া হয়েছে। শিক্ষার্থীদের বিনামূল্যে ল্যাপটপ ও ট্যাব দেওয়ার কাজ করা হয়। বিজেপির ইস্তেহারে ঘোষণা করা হয়েছে যে, ক্ষমতায় আসলে ছত্তিশগড়ের জন্য ৫০০ টাকায় গ্যাস সিলিন্ডার দেওয়া হবে। রামলালা দর্শন প্রকল্প ঘোষণা করা হয়েছে। উত্তরাখণ্ডের আদলে ছত্তিশগড় শক্তিপীঠ গড়ে তোলার ঘোষণা করা হয়েছে। কৃষি উন্নয়ন যোজনা শুরু করা হবে। বিবাহিত মহিলাকে বার্ষিক ১২ হাজার টাকা দেওয়ার প্রতিশ্রুতি। মাহতারি বন্দন যোজনা শুরু করার ঘোষণা । ২ বছরে ১ লক্ষ শূন্য পদে নিয়োগের ঘোষণা করা হয়েছে। এর পাশাপাশি, প্রধানমন্ত্রী আবাস যোজনার আওতায় ১৮ লক্ষ বাড়ি তৈরির ঘোষণা। ফের চরণ পাদুকা প্রকল্প চালু করার ঘোষণা। আয়ুষ্মান ভারত প্রকল্পের অধীনে ৫ লক্ষ টাকা ছাড়াও, ১০ লক্ষ টাকা পর্যন্ত চিকিত্সা দেওয়া হবে মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিল থেকে। নিয়োগ কেলেঙ্কারিতে জড়িতদের বিরুদ্ধে কঠোর তদন্তের ঘোষণা করা হয়েছে।