দেশ

মাত্রাতিরক্ত দূষণের জের, দিল্লিতে আজ ও কাল বন্ধ প্রাথমিক স্কুল

ভয়াবহ দূষণের কবলে দিল্লি। দিল্লির বায়ুদূষণের মাত্রা পৌঁছেছে বিপজ্জনক সীমায়। এর জেরে দিল্লির পরিবেশমন্ত্রী গোপাল রাই আজ, শুক্রবার এক জরুরি বৈঠক ডেকেছেন। পরিস্থিতি এতটাই ভয়াবহ যে, আজ ও কাল অর্থাৎ শুক্র ও শনিবার দু’দিন দিল্লির সমস্ত সরকারি ও বেসরকারি প্রাথমিক স্কুল বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। দেশের রাজধানী ও তার আশপাশের অঞ্চলে বায়ুদূষণের অন্যতম কারণ গাড়ির ধোঁয়া। দূষণের ফলে দৃশ্যমানতা এতটাই কমে গিয়েছে যে, সামনের জিনিসও দেখা দায়। দিল্লি সহ আশপাশের গুরুগ্রাম, ফরিদাবাদ, গাজিয়াবাদ ও গৌতমবুদ্ধ নগরে যানবাহনের দূষণ ঠেকানো নিয়ে আজকের বৈঠকে আলোচনা হবে। জানা গিয়েছে, অতিপ্রয়োজনীয় নির্মাণকাজ ছাড়া অন্য যেকোনও ধরনের নির্মাণ আপাতত বন্ধ রাখা নির্দেশ দিয়েছে দিল্লি সরকার। ডিজেল ট্রাক শহরে ঢোকার ক্ষেত্রেও বিধিনিষেধ জারি রয়েছে। এদিকে, বৃহস্পতিবার দিল্লির মুখ্যমন্ত্রী এক্স হ্যান্ডেলে (পূর্বতন টুইটার) লিখেছেন, ‘বায়ুদূষণের মাত্রা ছাপিয়ে যাওয়ায় আগামী দু’দিন দিল্লির সমস্ত সরকারি ও বেসরকারি স্কুল বন্ধ থাকবে।’ এর থেকেই স্পষ্ট রাজধানীর দূষণ পরিস্থিতি সবস্তরের উদ্বেগ বাড়িয়েছে।