রাজ্যে করোনার দাপট কিছুটা কমায় দিল্লির সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী। আগামী ২৫ জুলাই দিল্লি সফরে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন নবান্নে সাংবাদিক বৈঠকে তিনি জানিয়েছেন, ‘নির্বাচনের পর প্রত্যেকবার দিল্লি যাই। এবার কোভিডের জন্য যাওয়া হয়নি। সংসদের অধিবেশনের সময় যাব। অনেক বন্ধুর সঙ্গে দেখা হবে।’ তিনি এও জানিয়েছেন প্রোটোকল মেনে দিল্লি গিয়ে প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাত্ করে আসবেন তিনি। তবে এই দিল্লি সফর নেহাত আচমকা নয়। রাজনৈতিক মহলের ধারনা, এখন মোদি বিরোধী মুখ হিসেবে ক্রমশই উজ্জ্বল হচ্ছেন তৃণমূল নেত্রী। আর প্রশান্ত কিশোর ও শরদ পাওয়ার কংগ্রেস সহ বিরোধীদের নিয়ে যেভাবে বারবার বৈঠক করছেন দিল্লিতে তা ২৪-এর লড়াইকে সামনে রেখেই সেটা আর বুঝতে বাকি থাকছে না কারোর। তাই দিল্লি সফরে গিয়ে মোদি সাক্ষাত্-এর সঙ্গে কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধি’র সঙ্গেও সাক্ষাত্ সারবেন মমতা সেটা স্পষ্ট।