ভোটে হেরে বাংলার সঙ্গে বঞ্চনা শুরু করেছে বিজেপি (BJP)। বিজেপি শাসিত রাজ্যগুলিকে পর্যাপ্ত ভ্যাকসিন দেওয়া হলেও বাংলাকে দেওয়া হচ্ছে না। কেন্দ্রের বিরুদ্ধে এই অভিযোগ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রকে চিঠি লিখে চাওয়ার পরও পর্যাপ্ত ভ্যাকসিন পায়নি রাজ্য সরকার ৷ বৃহস্পতিবার নবান্ন থেকে করা সাংবাদিক বৈঠকে এমনই অভিযোগ জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ করোনার টিকাকরণের সম্পূর্ণ দায়িত্ব কেন্দ্রীয় সরকার নিয়েছে । অথচ রাজ্যের জন্য প্রয়োজনীয় টিকার জোগান অপ্রতুল । এই অবস্থায় বৃহস্পতিবার ফের টিকা চেয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । এদিন তিনি নবান্নে সাংবাদিক বৈঠকে বলেন, “এই মুহূর্তে আমাদের রাজ্যের ১২ থেকে ১৪ কোটি ভ্যাকসিনের প্রয়োজন । তাই প্রতি মাসে যদি কেন্দ্র ২ কোটি করে ভ্যাকসিন দেওয়া হয় তাহলেও টিকাকরণ সম্পূর্ণ হতে ছ’মাস সময় লাগবে ।তাই আমি চাইব দ্রুত টিকা দেওয়ার ব্যবস্থা করা হোক ।” এদিন মমতা কেন্দ্রের বিরুদ্ধে অভিযোগের সুরে বলেন, “আমরা চাইলেও টিকা দেওয়া হচ্ছে না । আবার কোনও কোনও রাজ্যকে বেশি করে টিকা দেওয়া হচ্ছে । যখন কেন্দ্র আমাদের টিকা না দেয় আমরা কোথায় যাব ? কারণ কেন্দ্রীয় সরকারের হাতেই টিকা কেনার ক্ষমতা রয়েছে ৷ রাজ্য চাইলেও টিকা সংগ্রহ করতে পারে না । এই অবস্থায় সকলের টিকা দেওয়ার ব্যবস্থা করা হোক । কেন্দ্র নরেন্দ্র মোদির ছবি দিয়ে ভ্যাকসিনের সাটিফিকেট দিতে যতটা প্রস্তুত, ততটা মানুষকে টিকা দিতে প্রস্তুত নয় ।” ভ্যাকসিনের পাশাপাশি ঘূর্ণিঝড় যশের ক্ষতিপূরণ নিয়ে তীব্র ক্ষোভ শোনা গেল মুখ্যমন্ত্রীর গলায় ৷ যশের ক্ষতিপূরণ কেন্দ্রের থেকে আর চাইবেন কি না তা জানতে চাইলে মমতা বন্দ্যোপাধ্যায়কে বলেন, “আমি আর ভিক্ষা চাইব না ৷ এগুলো দুর্গত মানুষদের জন্য ৷ আমাদের যা ক্ষতি হয়েছে আমরা জানিয়ে দিয়েছিলাম ৷ আর ভিক্ষা চাইব না ৷”