বিজ্ঞান-প্রযুক্তি

মেটার ভারতীয় শাখার প্রধান হলেন সন্ধ্যা দেবনাথন

অজিত মোহনের জায়গায় ভারতে মেটার প্রধান হলেন সন্ধ্যা দেবনাথান। দিল্লি বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ ডিগ্রিধারী সন্ধ্যা ২০১৬ সালে ফেসবুকে যোগ দিয়েছিলেন। এতদিন সিঙ্গাপুর ও ভিয়েতনামে সংস্থার কাজকর্ম দেখভাল করছিলেন। বৃহস্পতিবার মেটার পক্ষ থেকে জানা হয়েছে, ভারতের প্রধান হিসেবে সন্ধ্যা দেবনাথান সরাসরি সংস্থার এশিয়া প্যাসিফিক অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট ডান নিয়ারিকে রিপোর্ট করবেন।  তিন বছর মেটার ভারত প্রধান হিসেবে দায়িত্ব পালনের পরে গত ৩ নভেম্বর পদত্যাগ করেছিলেন অজিত মোহন। তাঁর আকস্মিক পদত্যাগ শোরগোল ফেলে দিয়েছিল।মোহনের পদত্যাগের পরেই বিশ্বজুড়ে কর্মী ছাঁটাইয়ের পথে হাঁটে মার্ক জাকারবার্গের সংস্থা। গত মঙ্গলবার আচমকাই ইস্তফা দেন মেটার ভারতে পাবলিক পলিসির দায়িত্বে থাকা রাজীব আগরওয়াল ও হোয়াটসঅ্যাপের প্রধান অভিজিত বসু। রাজীবের জায়গায় সঙ্গে সঙ্গেই শিবনাথ ঠুকরালকে নিয়োগ করা হয়। এদিন মেটার পক্ষ থেকে জানানো হয়েছে, অজিত মোহনের জায়গায় সংস্থার ভারতীয় প্রধান হিসেবে দায়িত্ব সামলাবেন সন্ধ্যা দেবনাথান। দিল্লি বিশ্ববিদ্যালয়ের এমবিএ ডিগ্রিধারী সন্ধ্যা গত ২২ বছর ধরে একাধিক আন্তর্জাতিক সংস্থায় গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেছেন। মূলত ব্যাঙ্কিং, পেমেন্ট এবং প্রযুক্তি ক্ষেত্রেই কাজ করেছে। পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি তিনি মহিলাদের ক্ষমতায়ন নিয়েও কাজ করে চলেছেন।