কলকাতা

ঘূর্ণিঝড় সিত্রাং নিয়ে সতর্ক করলেন মুখ্যমন্ত্রী

কালীপুজোতে ব্যস্ত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর কালীঘাটের বাড়িতে চলছে পুজো। তারই মাঝে সিত্রাং নিয়ে সতর্ক করলেন মুখ্যমন্ত্রী। সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিশেষ কিছু বার্তাও দিলেন তিনি। উল্লেখ্য, বাংলাদেশে সিত্রাং আছড়ে পড়বে রাত্রি ১২টা নাগাদ। তার ফলে এই রাজ্যে ঝড় ও বৃষ্টির স্মভাবনা আছে। সেই কথাই আবারও মনে করিয়ে দিয়েছেন তিনি। এদিন তিনি বলেন, দুর্যোগের আশঙ্কা করে যাঁদের বিভিন্ন শেল্টারে রাখা হয়েছে, তাঁরা যেন এখনই ফিরে না যান। পরিস্থিতি স্বাভাবিক হলে সব দিক খতিয়ে দেখার পরেই তাঁরা যেন নিজেদের বাসস্থানে ফিরে যান। সুন্দরবন, সাগরদ্বীপ সহ বিভিন্ন উপকূলবর্তী অঞ্চলে বিশেষ নজর দেওয়া হয়েছে বলেও তিনি জানান। পাশাপাশি, রাজ্যবাসীর সহযোগিতাও কামনা করেছেন তিনি। সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তিনি। এদিন তিনি বলেন, সতর্কতামূলক ব্যবস্থা জারি আছে পূর্ব নির্দেশ মতোই। মুখ্যমন্ত্রী বলেন, কালীপুজো ও আলোর উৎসবে সকলে আনন্দ করুন কিন্তু সিত্রাং সম্পর্কে সতর্ক থাকুন। বেশি ঝড় ও বৃষ্টি হলে বাইরে না থাকার পরামর্শ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী।