বিদেশ

ঘূর্ণিঝড় সিত্রাং-এর অগ্রভাগ আছড়ে পড়ল বাংলাদেশ উপকূলে

বাংলাদেশের উপকূলে ঘূর্ণিঝড় সিত্রাংয়ের অগ্রভাগ আঘাত হেনেছে। সোমবার সন্ধ্যায় উপকূলে আঘাত হানে। আঘাত হানার সঙ্গে সঙ্গে প্রবল ঝোড়ো বাতাস ও বৃষ্টি শুরু হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর সূত্র।  বাংলাদেশের আবহাওয়া অফিসের তরফে জানানো হয়েছে যে চট্টগ্রাম এবং বরিশাল উপকূলের মধ্যবর্তী ভোলার কাছ দিয়ে অতিক্রম করছে ঘূর্ণিঝড় সিত্রাং। আজ মধ্যরাতে ঘূর্ণিঝড়ের মূল অংশ বরিশাল ও চট্টগ্রামের উপকূল অতিক্রম করবে। ইতিমধ্যেই বরিশালসহ ৭টি জেলা এবং উপজেলা সংলগ্ন নদীর জল বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এর মধ্যে ‘বরিশালের কীর্তনখোলা, ভোলা সদরের তেঁতুলিয়া, দৌলতখানের সুরমা-মেঘনা, তজুমদ্দিনের সুরমা-মেঘনা, ঝালকাঠির বিষখালী, বরগুনার বিষখালী ও পাথরঘাটার বিষখালী নদীর জল বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। প্রতিটি নদীর জল বিপৎসীমার সর্বনিম্ন পাঁচ থেকে সর্বোচ্চ ৬৭ সেন্টিমিটার পর্যন্ত বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এদিকে বরিশাল জেলার গুরুত্বপূর্ণ এলাকা ও মহানগরীর কিছু এলাকা ব্যাতীত বিভাগের অপর ৫ জেলার বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এছাড়া ৫ জেলায় মোবাইল নেটওয়ার্ক বন্ধ রয়েছে। জানা গেছে মধ্যরাতে ঘূর্ণিঝড়ের মূল অংশ বরিশাল ও চট্টগ্রামের উপকূল অতিক্রম করবে।