জেলা

আন্তরাজ্য নারী পাচার চক্রের হদিশ, সিআইডি-র জালে দুই পান্ডা

ফের রাজ্যে সন্ধান মিলল আন্তরাজ্য নারী পাচার চক্রের। সিআইডি অফিসাররা তদন্তে নেমে কুলতলি থানায় এলাকায় হানা দিয়ে এই পাচার চক্রের দুই পান্ডাকে গ্রেফতার করে ধৃতদের নাম শামসুল সেখ(৩৮) ও অবাদুল্লাহ মন্ডল(২৬)। ধৃতদের ডায়মন্ড হারবার আদালতে পেশ করে টিআই প্যারেডের জন্য আবেদন জানানো হয়েছে সিআইডির পক্ষ থেকে। জানা গিয়েছে, মগরাহাট থানা এলাকায় একটি অভিযোগ দায়ের হয় তাতে একজন মহিলা যার বয়স ২৪ বছর তিনি জানান তার সঙ্গে টেলিফোনের মাধ্যমে ধীরে ধীরে গভীর সম্পর্ক গড়ে ওঠে এক যুবকের ওই যুবক নিজের নাম সাদ্দাম বলে জানায় সে তাকে বিবাহের প্রতিশ্রুতিও দিয়ে দিল্লিতে পাচার করে ঐ প্রতারক এরপর মোটা টাকার বিনিময় তাকে পতিতা ব্যবসায় নামাবার আপ্রাণ চেষ্টা করে কিন্তু পরবর্তীকালে ওই মহিলা তার শিশুকে নিয়ে দিল্লি থেকে পালিয়ে আসে এবং স্থানীয় মগরাহাট থানায় অভিযোগ দায়ের করে। সেই অভিযোগের ভিত্তিতে ভারতীয় দণ্ডবিধির ৩৬৫, ৩৬৬ ও ৩৭০ ধারায় মামলার রুজ্জু হয়। এরপর এই ঘটনার তদন্তে নেমে পুলিশ ওই প্রতারককে ধরতে গেলে সে পালিয়ে যায়। পরবর্তীকালে এই পাচার চক্রের সন্ধানে সিআইডি তদন্তে নেমে সোর্স মারফত খবরের ভিত্তিতে এবং বেশ কিছু নথিপত্রের দ্বারা গত ১১ই মার্চ হানা দেয় দক্ষিণ ২৪ পরগনা জেলার কুলতলি থানায় এলাকায়। সেখান থেকেই হাতেনাতে গ্রেপ্তার হয় ২ পাচারকারী। নারী পাচার চক্রে আর কারা যুক্ত আছে তা জানতে সিআইডি তদন্ত শুরু করছে।