দেশ

পঞ্চম ও অষ্টম শ্রেণিতে পাশ-ফেল ফিরছে, বিজ্ঞপ্তি কেন্দ্রের

পঞ্চম ও অষ্টম শ্রেণিতে পাশ-ফেল ফিরছে। শিক্ষার অধিকার আইনে বড় বদল আনল কেন্দ্রীয় সরকার। তাতে ফেল করা ছাত্রছাত্রীদেরও পরীক্ষা দেওয়ার সুযোগ থাকছে। একটি বিজ্ঞপ্তি দিয়ে জানাল কেন্দ্রীয় সরকার। এর ফলে, ফল বেরনোর দুমাসের মধ্যে ফের পরীক্ষায় বসার সুযোগ পাবে ফেল করা পড়ুয়ারা। তবে দ্বিতীয়বারের পরীক্ষাতে কোনও পড়ুয়া সফল না হলে তাকে পরবর্তী ক্লাসে উন্নীত করা হবে না বলে শিক্ষা মন্ত্রক জানিয়েছে। বলা হয়েছে, কাউকে বহিষ্কার করা যাবে না। এতদিন নিয়ম ছিল এলিমেন্টারি বা বুনিয়াদি শিক্ষায় পঞ্চম ও অষ্টম শ্রেণীতে কাউকে ফেল করানো হবে না। এর ফলে এবার ফের পরীক্ষা নেওয়া হবে। তুলে দেওয়া হবে ‘নো ডিটেনশন পলিসি’। ওই গেজেট বিজ্ঞপ্তি অনুযায়ী, ছাত্রছাত্রীরা অকৃতকার্য হলে তাদের অতিরিক্ত প্রশিক্ষণ দেওয়া হবে। দুমাসের মধ্যে এই পরীক্ষা নেওয়া হবে। এটা কেন্দ্রীয় সরকারের আওতায় থাকা স্কুলগুলির জন্য প্রযোজ্য। কারণ শিক্ষা বিষয়ে সিদ্ধান্ত রাজ্যের এক্তিয়ার। ইতিমধ্যে ১৬টি রাজ্যে ও দিল্লিসহ দুটি কেন্দ্রশাসিত অঞ্চলে এই ব্যবস্থা চালু রয়েছে। ২০১৯ সালে শিক্ষার অধিকার আইনে সংশোধন এনে এই নিয়ম চালু করা হয়।