কলকাতা

করোনা পরিস্থিতির মধ্যেও রাজ্য সরকারি কর্মীদের জন্য ৪২০০ টাকা উৎসব বোনাস, ১০ হাজার অ্যাডভান্স ঘোষণা মুখ্যমন্ত্রীর

কলকাতাঃ টানা প্রায় দেড় মাস লকডাউনের জেরে রাজ্যের আয় ধুঁকছে ৷ এই পরিস্থিতিতেও মানবিক মুখ দেখালো মমতার সরকার৷ রাজ্য সরকারি কর্মীদের জন্য উৎসব বোনাস এবং অ্যাডভান্সের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ পাবেন ১০ লক্ষ সরকারি কর্মীরা। রাজ্য সরকারি কর্মচারীদের উৎসব বোনাস দেওয়া হবে কিনা, তা নিয়ে এ দিনই বৈঠক ছিল নবান্নে৷ বৈঠকের পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, গত বছরের তুলনায় বাড়ানো হয়েছে বোনাস। শুধু তাই নয়, বেতনের উর্দ্ধসীমাও বাড়ানো হয়েছে, যার ফলে সরকারি কর্মচারীরা উপকৃত হবেন। রাজ্য সরকারি কর্মীদের উৎসব বোনাস ২০০ টাকা বাড়িয়ে করা হচ্ছে ৪২০০ টাকা৷ পাশাপাশি উৎসব অ্যাডভান্স বাড়িয়ে করা হয়েছে ১০ হাজার টাকা৷ গতবছর পর্যন্ত উৎসব অগ্রিম বাবদ ৮০০০ টাকা পেতেন সরকারি কর্মচারীরা। তিনি এও জানিয়েছেন, আরও বেশি কর্মী যাতে উৎসব বোনাস এবং অ্যাডভান্স-এর সুযোগ নিতে পারেন, তার জন্য বেতনের ঊর্ধ্বসীমাও বাড়ানো হয়েছে৷ এতদিন ৩০ হাজার টাকা পর্যন্ত বেতন পেতেন যাঁরা, সেই সরকারি কর্মচারীরা উৎসব বোনাস পেতেন৷ সেই ঊর্ধ্বসীমা বাড়িয়ে করা হয়েছে ৩৪২৫০ টাকা৷ অন্যদিকে উৎসব অগ্রিম নেওয়ার জন্যও বেতনের ঊর্ধ্বসীমা বাড়িয়েছে রাজ্য সরকার৷ গত বছর পর্যন্ত যাঁদের বেতন ৩৪,২৫০ টাকা পর্যন্ত ছিল, তাঁরাই অগ্রিম পেতেন৷ সেই ঊর্ধ্বসীমা বাড়িয়ে ৪১,১০০ টাকা করা হয়েছে৷