শুক্রবার চিত্তরঞ্জন জাতীয় ক্যান্সার হাসপাতালের দ্বিতীয় ক্যাম্পাসের উদ্বোধন হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভার্চুয়াল মাধ্যমে এই ক্যাম্পাসের উদ্বোধন করেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও অনুষ্ঠানে যোগ দেন। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের অধীনস্ত এই হাসপাতালের দ্বিতীয় ক্যাম্পাস ১০০০ কোটি টাকা ব্যয়ে তৈরি হয়েছে। চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউটের নতুন ক্যাম্পাসে থাকছে ৪৬০টি বেড। ১০টি অত্যাধুনিক অপারেশন থিয়েটারও রয়েছে। চিত্তরঞ্জন ক্যান্সার হাসপাতালের দ্বিতীয় ক্যাম্পাস উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, মেডিক্যাল কলেজগুলিতে অবিলম্বে সিট বাড়ানো প্রয়োজন। তাহলে রাজ্যে চিকিৎসকের ঘাটতি কমবে। প্রসঙ্গত, কোভিড পরিস্থিতিতে রাজ্যের হাসপাতালগুলিতে পরিষেবা স্বাভাবিক রাখতে অতিরিক্ত চিকিৎসক নিয়োগ করেছিল রাজ্য সরকার। এ নিয়ে রাজ্যপাল তীব্র ক্ষোভ প্রকাশ করেন। রাজ্য সরকার কীভাবে
অতিরিক্ত চিকিৎসক-আধিকারিক নিয়োগ করে, সেই নিয়ে প্রশ্নও তোলেন রাজ্যপাল জগদীপ ধনখড় । রাজ্যপালের এহেন পদক্ষেপের বিরুদ্ধে এ বার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে অভিযোগ জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ।কোভিড চলাকালীন অনেক হাসপাতালের সিংহভাগ চিকিৎসক-আধিকারিক আক্রান্ত হয়েছিলেন। সেজন্য আমরা বাইরে থেকে চিকিৎসক নিই। ১০০টা ডাক্তারের মধ্যে ৬০ জনই করোনা আক্রান্ত হলে আমাকে তো বাইরে থেকে চিকিৎসক নিতে হবেই। মমতা বলেন, পরিষেবা স্বাভাবিক রাখতে আমরা বাইরে থেকে চিকিৎসক নিয়েছিলাম। কিন্তু রাজ্যপাল সরকারের এই সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তোলেন। তিনি জানতে চান, এটা কীজন্য করা হচ্ছে? প্রধানমন্ত্রী যেখানে এই ধরনের নিয়োগে সম্মতি দিয়েছেন, সেখানে রাজ্যপাল কীভাবে প্রশ্ন তোলেন, ভার্চুয়াল উদ্বোধনে বক্তব্য রাখতে গিয়ে সেই প্রশ্নও তোলেন মমতা। মোদি মুখ্যমন্ত্রী অভিযোগ শুনলেও এখনও পর্যন্ত এ বিষয়ে কিছু বলেননি।