প্রথম উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর শুক্রবার সেই হাসপাতালের দ্বিতীয়বার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তফাৎ, এবারের উদ্বোধন হল দিল্লি থেকে ভার্চুয়ালি। ঘটনায় রীতিমতো অসন্তুষ্ট মুখ্যমন্ত্রী। একে অনুষ্ঠানের সঞ্চালিকা বেমালুম তাঁর পদবি ভুলে যাওয়ায় মুখ্যমন্ত্রী তাঁর অসন্তোষ জানিয়ে দিয়েছেন। তারওপর তিনি যে হাসপাতালের উদ্বোধন আগেই করেছিলেন, শুক্রবার সেই হাসপাতালের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। এদিনের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, দিল্লি থেকে স্বাস্থ্য মন্ত্রী মনসুখ মান্ডব্য তাকে শুক্রবারের অনুষ্ঠানে উপস্থিত থাকার আমন্ত্রণ করা হয়েছিল। সেই আমন্ত্রণ রক্ষা করতে তিনি ভার্চুয়ালি থাকার সিদ্ধান্ত নেন। সেই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ‘আমি প্রধানমন্ত্রীকে জানাতে চাই, এই হাসপাতালের অনেক আগেই আমি উদ্বোধন করেছিলাম। আমাদের দরকার ছিল একটা করোনা হাসপাতালের, যেখানে শুধুমাত্র করোনায় আক্রান্তদের চিকিৎসা হবে। চিত্তরঞ্জন মেডিক্যাল কলেজ হাসপাতালে এবার থেকে করোনায় আক্রান্তদের চিকিৎসাও হবে। এটা অত্যন্ত সুখবর।’ উল্লেখ করা যেতে পারে, অতিমারির প্রথম ঢেউয়ে বেলেঘাটা আইডি হাসপাতালের ওপর থেকে চাপ বাড়াতে রাজ্য স্বাস্থ্য দফতর পরবর্তীকালে বেশ কয়েকটি হাসপাতালকে শুধুমাত্র করোনা আক্রান্তের চিকিৎসার জন্য চিহ্নিত করে। ইতোমধ্যে রাজ্যে করোনায় আক্রান্তের সংখ্যা বাড়ছে। এই পরিস্থিতিতে শহর পেল আরও একটি করোনার চিকিৎসা কেন্দ্র।