কলকাতা

ডেঙ্গু পরীক্ষার রিপোর্ট যেন ৪-৫ ঘণ্টার মধ্যে দেওয়া হয়, কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

এবার ডেঙ্গি নিয়ে কডা় পদক্ষেপ করার নির্দেশ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের৷ ডেঙ্গি পরীক্ষার রিপোর্ট যেন ৪-৫ ঘণ্টার মধ্যে দেওয়া হয়, সেখানে যেন কোনওভাবেই দেরি না হয় তা নিশ্চিত করার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী৷ তাড়াতাড়ি রিপোর্ট এলে দ্রুত চিকিৎসা করা যাবে৷ ইতিপূর্বে ডেঙ্গি নিয়ে একাধিকবার সচেতন করেছেন মুখ্যমন্ত্রী৷  হাসপাতালের পরিকাঠামোর মতো একাধিক বিষয়ে দৃষ্টি আকর্ষণ করেন মুখ্যমন্ত্রী৷ তাঁর কথায় বারবার এটাই উঠে আসে যে কোনওভাবে রোগী যেন সমস্ত উপযুক্ত চিকিৎসা পরিষেবা পান৷ কোনওভাবেই যেন সেখানে কোনও গাফিলতি না হয়৷  এর আগেও এ নিয়ে একাধিক বার সতর্ক করেছেন মুখ্যমন্ত্রী৷ গাফিলতি যে কোনওভাবেই বরদাস্ত করা হবে না, তাও বলেছেন৷ বাংলায় ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ক্রমবর্ধমান৷ চিন্তা বাড়াচ্ছে মৃত্যুও৷ জেলায় ডেঙ্গি আক্রান্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে।