কলকাতা

স্বাস্থ্যসাথী না নিলে হাসপাতালের লাইসেন্স বাতিল, কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

স্বাস্থ্যসাথী প্রকল্প নিয়ে প্রশাসনের কড়া অবস্থান স্পষ্ট করলেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ স্বাস্থ্যসাথীর আওতায় থাকার পরেও অনেক বেসরকারি হাসপাতাল কেন স্বাস্থ্যসাথীর সুবিধা দিচ্ছেন না সাধারণ মানুষকে, এমন অভিযোগ নিয়ে কড়া ব্যবস্থা নিতে নির্দেশ মুখ্যমন্ত্রীর৷ স্বাস্থ্যসাথীর অন্তর্ভুক্ত হাসপাতালগুলি পরিষেবা না দিলে কার্যত লাইসেন্স বাতিল করার নির্দেশ দিলেন তিনি। মুখ্যমন্ত্রী এদিন স্বাস্থ্যসচিবকে নির্দেশ দিয়ে বলেন, ‘‘কত হাসপাতাল আছে, যেটা স্বাস্থ্যসাথী পরিকাঠামো সত্ত্বেও স্বাস্থ্যসাথীর সুবিধা দিচ্ছে না সাধারণ মানুষকে৷ এমন হলে কড়া ব্যবস্থা নিতে হবে৷ না হলে তুমি লাইসেন্স বাতিলও করে দিতে পারো ৷’’