১০০ দিনের কাজ নিয়ে ভুল তথ্য ছড়ানোর অভিযান চলছে বলে এক্স হ্যান্ডলে অভিযোগ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের জোরালো পদক্ষেপ ও বিস্তারিত নথিপত্র ও হিসাব জমা দেওয়ার পরও কেন্দ্র কোনও টাকা ছাড়েনি বলে দাবি করেছেন তিনি। রাজ্য সরকারকে বদনাম করতে ইচ্ছে করে ভুল তথ্য দিয়ে মানুষকে বোকা বানানো ও বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা করা হচ্ছে বলেও জানান তিনি।এক্সে তিনি আরও লিখেছেন, ‘আমাদের ন্যায্য পাওনা আমাদের অধিকার ও তা আমাদের প্রয়োজন। তবুও আমাদের বঞ্চিত করে রাখা হচ্ছে ও ভুল তথ্য ছড়ানো হচ্ছে। এটা লজ্জাজনক।’