পেঁয়াজের ঝাঁঝে নয়, দাম শুনেই চোখে জল আসছে সাধারণ মধ্যবিত্ত মানুষের। উৎসবের মরশুমে রাজ্যের অন্যান্য জেলার পাশাপাশি জলপাইগুড়ি জেলার বিভিন্ন খুচরো এবং পাইকারি বাজারে লাগাতার বাড়ছে পেঁয়াজের দাম। জলপাইগুড়ি জেলার সব থেকে বড় সবজি ক্রয়-বিক্রয় কেন্দ্র ধুপগুড়ি রেগুলেটেড মার্কেট। এই মার্কেটে রয়েছে পেঁয়াজের বড় বড় আড়তদার। মূলত এই মার্কেট থেকে পেঁয়াজ পাড়ি দেয় বিভিন্ন বাজারে। আগে পাইকারি বাজারে প্রথমে পেঁয়াজের দাম ছিল ১৮ টাকা থেকে ২০ টাকা, এরপর দাম বেড়ে হয় ৩০-৩৫ টাকা। বর্তমানে পাইকারি বাজারে পেঁয়াজের দাম প্রায় ৫০-৫৫ টাকা। খুচরো বাজারে পেঁয়াজ বিক্রি হচ্ছে প্রায় ৬০-৬৫ টাকা। ক্রমাগত পেঁয়াজের দাম বৃদ্ধিতে সাধারণ মানুষের পাশাপাশি সমস্যার সম্মুখীন হতে হচ্ছে ব্যবসায়ীদেরও।