কলকাতা

মুখ্যমন্ত্রীকে নিয়ে আশালীন-কুরুচিকর মন্তব্য, গ্রেফতার আইনজীবী তথা কংগ্রেস নেতা কৌস্তভ বাগচী

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আশালীন-কুরুচিকর আক্রমণ। গ্রেপ্তার আইনজীবী তথা কংগ্রেস মুখপাত্র কৌস্তভ বাগচি। প্রায় ৫ ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ ও তল্লাশির পর গ্রেফতার করা হয় কলকাতা হাইকোর্টের আইনজীবী কৌস্তভ বাগচীকে । জানা গেছে, ভোররাতে ৩টে নাগাদ তাঁর বারাকপুরের বাড়িতে তল্লাশি চালায় বড়তলা থানার পুলিশ। তারপর তাঁকে গ্রেপ্তার করা হয়। সোশ্যাল মিডিয়ায় নিজেই গ্রেপ্তারির কথা জানান তিনি।  ভোররাত সাড়ে তিনটে নাগাদ বিশাল পুলিশবাহিনী কৌস্তভ বাগচির বারাকপুরের বাড়িতে যায়। সেখানে পুলিশের সঙ্গে একপ্রস্থ বাদানুবাদে জড়িয়ে পড়েন কংগ্রেস নেতা। এরপর তাঁর বাড়িতে চলে জোর তল্লাশি। শেষমেশ গ্রেপ্তার করা হয় তাঁকে। বর্তমানে তাঁকে বড়তলা থানায় নিয়ে গিয়েছে পুলিশ। ধৃতের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ১২০(বি), ১৫৩, ৩৫৪(এ), ৫০৪, ৫০৫, ৫০৬, ৫০৯ ধারায় মামলা রুজু করেছে। এদিকে, দলীয় নেতার গ্রেপ্তারির খবর পাওয়ামাত্রই কংগ্রেস কর্মী-সমর্থকরা বড়তলা থানার সামনে ভিড় জমান।  কংগ্রেস নেতা দাবি করেন, সাংবাদিক বৈঠকে তাঁর করা মন্তব্যের কারণে রাজ্যে শান্তি বিঘ্নিত হয়েছে বলে দাবি করেছে পুলিশ। সেই কারণে এই গ্রেফতার। অন্যদিকে এই গ্রেফতারির প্রতিবাদে রাজ্যের সর্বত্র প্রতিবাদে নামার কথা ঘোষণা করেছে যুব কংগ্রেস।