জেলা

বীরভূমের লাভপুরে দম্পতিকে মাথা থেঁতলে খুন

সাতসকালে লাভপুরে উদ্ধার হল বৃদ্ধ দম্পতির মৃতদেহ। বীরভূমের লাভপুর এলাকার ব্রাহ্মণ পাড়া গ্রামের ওই বৃদ্ধ দম্পতিকে নৃশংসভাবে খুন করল দুষ্কৃতীরা। তাঁদের দু’জনকেই ভারী কিছু দিয়ে মাথা থেঁতলে খুন করা হয়েছে বলে অনুমান স্থানীয়দের। জোড়া ওই মৃতদেহের পাশ থেকে ভারী ধাতব বস্তু মিলেছে। মৃত ওই দম্পতিরা হলেন, পূর্ণেন্দু চট্টোপাধ্যায় ও স্বপ্না চট্টোপাধ্যায়। পূর্ণেন্দু বাবু একজন অবসরপ্রাপ্ত শিক্ষক। আর স্ত্রী স্বপ্নাদেবী প্রাক্তন রেলকর্মী। আজ, শুক্রবার বিষয়টি সকলের নজরে আসে। খবর দেওয়া হয় পুলিসে। পুলিস এসে মৃতদেহগুলিকে ময়না তদন্তের জন্য পাঠায়।