কলকাতাঃ পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে এবার রাজ্যে যৌথভাবে আন্দোলনে নামতে চলেছে বাম ও কংগ্রেস । ২৯ তারিখ যৌথভাবে বিক্ষোভ দেখাবে তারা । গতকাল একাধিক বিষয়ে আলোচনার জন্য বৈঠক করে বাম ও কংগ্রেস নেতৃত্ব ৷ ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র, বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু, কংগ্রেস সাংসদ প্রদীপ ভট্টাচার্য সহ ১৬টি বাম দলের নেতৃত্ব ৷ আলোচনা হয়েছে বিধানসভা নির্বাচনে জোট প্রক্রিয়া এবং তার কৌশল নিয়েও ।