কলকাতা

শ্লীলতাহানির ঘটনায় অভিযুক্ত নেতাকে বহিষ্কার করল তৃণমূল

কলকাতাঃ শ্লীলতাহানির ঘটনায় অভিযুক্ত বাগনানের ২ নম্বর পঞ্চায়েত সদস্যার স্বামীকে দল থেকে বহিষ্কার করল রাজ্য নেতৃত্ব। অভিযুক্ত নেতা কুশ বেরাকে বহিষ্কারের কথা জানালেন রাজ‍্যের পৌর ও নগরোন্নয়নমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক ফিরহাদ হাকিম । বাগনানেরদুই নম্বর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস‍্যার স্বামী কুশ বেরার বিরুদ্ধেশ্লীলতাহানি করার অভিযোগ ওঠে । এক কলেজ ছাত্রীকে শ্লীলতাহানির চেষ্টা করে বলে ঘটনাপ্রকাশ্যে আসে ৷ জানা গেছে, ছাত্রীকেবাঁচাতে গিয়ে তার মা আহত হন । অভিযুক্তের ধাক্কায় সিড়ি থেকে গড়িয়ে পড়ে আঘাত লাগেতাঁর । হাসপাতালে ভর্তি করার পরে মৃত্যু হয় মহিলার । ঘটনাকে কেন্দ্র করে তোলপাড়হয় রাজ্য রাজনীতি ‌। শাসক দলের নেতার বিরুদ্ধে সরব হয় বিরোধীরা । বিশেষ করে বিজেপি সাংসদরা পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগতুলে ছয় নম্বর জাতীয় সড়কে অবস্থান-বিক্ষোভ করে । জনতার রোষ থেকে থেকে বাঁচতে গাঢাকা দিয়ে থাকে অভিযুক্ত ।