বিদেশ

এবার ভূমিকম্পে কেঁপে উঠল নিউইয়র্ক, রিখটার স্কেলে ৩.৮

 এবার আমেরিকায় ভূমিকম্প।  কম্পনের মাত্রা ৩.৮ রিখটার স্কেল। কম্পন অনুভূত হয় সকাল সওয়া ছয়টায়। কম্পনের মাত্রা সামান্য হলেও আমেরিকার ইতিহাস বলছে, গত ৪০ বছরে এই প্রথম নিউইয়র্কে এই মাত্রায় কম্পন অনুভূত হল।  কম্পন শুরু হওয়া মানুষজন রাস্তায় বেরিয়ে আসে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় বেশ কিছু ছবি। ভাইরাল হওয়া ছবিতে দেখা গিয়েছে, রাস্তায় পার্কিং স্পেশে দাঁড়িয়ে থাকা গাড়িগুলি দুলছে। দুলছে ঘরের টেবিল-চেয়ার। লোকজন ভয়ে আতঙ্কে ছোটাছুটি করছে। কিছুদিন আগে ভয়ঙ্কর এক প্রাকৃতিক দুর্যোগের সাক্ষী ছিল আমেরিকা। প্রবল তুষারপাতে মৃত্যু হয় ৪৭ জনের। প্রাকৃতিক দুর্যোগের সেই রেশ কাটতে না কাটতে এবার ভূমিকম্প। এখনও পর্যন্ত ক্ষয়ক্ষতি বা মৃত্যুর খবর নেই। একই দিনে কানাডা থেকে এল কম্পনের খবর। আমেরিকার তুলনায় কানাডায় কম্পনের তীব্রতা বেশি। সেখানে কম্পনের তীব্রতা ৪.৬ রিখটার স্কেল। তবে কম্পন সামান্য সময় স্থায়ী হওয়ায় বড় ধরনের বিপদের হাত থেকে রক্ষা পেয়েছে কানাডাবাসী।