কালনার ভাগীরথী নদীতে ফের কুমির-দর্শন ঘিরে আতঙ্ক। বুধবার সকালে কালনার খেয়াঘাট এলাকায় কুমির দেখতেই আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় মানুষজন। এর জেরে এদিন দূরদূরান্ত থেকে গঙ্গায় স্নান করতে আসা অনেক পুণ্যার্থীকেও যেতে দেওয়া হয়নি, স্নান না করেই ফিরতে হয় তাঁদের। অন্যদিকে, নদীতে কুমিরের উপস্থিতি নিয়ে জনসচেতনতা প্রচার করেছে স্থানীয় প্রশাসন ও পুরসভা। এলাকায় মাইকিংয়ের পাশাপাশি লঞ্চে চেপে কুমিরের গতিবিধির উপর নজরদারি রাখলেন পুলিশ প্রশাসন- সহ কালনা পুরসভার কর্মী, বনকর্মীরা। কালনার ভাগীরথী নদীতে কুমির দর্শন এই প্রথমবার তা নয়। এর আগেও এই নদীতেই কুমিরের দেখা মিলেছে।
