বিদেশ

মালাবিতে ঘূর্ণিঝড় ফ্রেডির আঘাতে নিহতের সংখ্যা বেড়ে ৯৯

এক মাসের মধ্যে আঘাত হানা দ্বিতীয় ঘূর্ণিঝড় ফ্রেডি। বিশ্ব আবহাওয়া সংস্থার (ডব্লিউএমও) মতে, ফ্রেডি দক্ষিণ গোলার্ধে রেকর্ড হওয়া সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড়গুলোর অন্যতম এবং খুব সম্ভবত সবচেয়ে দীর্ঘস্থায়ী ক্রান্তীয় ঘূর্ণিঝড়। ভারত মহাসাগর পেরিয়ে গত শনিবার মোজাম্বিকের মধ্যাঞ্চলে আছড়ে পড়ে ঘূর্ণিঝড় ফ্রেডি। এ সময় গতিবেগ ছিল ঘণ্টায় ১২০ কিলোমিটার। এতে মোজাম্বিকের মধ্যাঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বহু ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। ঝড়ের সঙ্গে প্রচণ্ড বৃষ্টিপাতের ফলে সৃষ্টি হয়েছে ব্যাপক বন্যা। দেশটিতে মোট ৯৯ জনের মৃত্যু হয়েছে।