কলকাতার নাগেরবাজারের নয়াপট্টি এলাকার একটি বাগানবাড়ি থেকে এক সত্তোরোর্ধ্ব ব্যক্তির পচাগলা মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল। জানা গিয়েছে, মৃতের নাম কল্যাণ ভট্টাচার্য(৭২)। মঙ্গলবার রাতে ওই বৃদ্ধের সঙ্গে তাঁর আত্মীয়রা ফোনে যোগাযোগের চেষ্টা করেন। কিন্তু বৃদ্ধ ফোন না ধরায় উদ্বিগ্ন পরিজনরা তাঁর বাগানবাড়িতে পৌঁছন। সেখানে তীব্র দুর্গন্ধ ও সদর দরজায় তালা দেখে পুলিসে খবর দেওয়া হয়। পুলিস এসে বৃদ্ধের পচাগলা মৃতদেহ উদ্ধার করে। ইতিমধ্যেই দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। বৃদ্ধের যদি স্বাভাবিক মৃত্যুও হয়ে থাকে বাইরে থেকে তালা দেওয়া কেন! এই নিয়ে রহস্য ঘনীভূত হয়েছে।