রবিবার রাত ১২টা থেকে রাত ৩টে পর্যন্ত বন্ধ থাকছে ধন-ধান্যে সেতু
Posted onAuthorবঙ্গনিউজComments Off on রবিবার রাত ১২টা থেকে রাত ৩টে পর্যন্ত বন্ধ থাকছে ধন-ধান্যে সেতু
আগামিকাল, রবিবার রাত ১২টা থেকে রাত ৩টে অবধি বন্ধ থাকতে চলেছে কলকাতার আলিপুরের ধন-ধান্যে সেতু। মূলত সুরক্ষা বিষয়ক বিষয়গুলি খতিয়ে দেখতে ও সংস্কারমূলক কাজের কারণেই বন্ধ থাকতে চলেছে ব্রিজটি। এই সময় সকলপ্রকার যান চলাচল বন্ধ থাকবে সেতুটিতে।