জেলা

গরু চুরির অভিযোগ ঘিরে রণক্ষেত্র নদিয়া, পুলিশের গাড়ির চাকায় পিষ্ট কিশোরের মৃত্যু, আহত ২

গরু চুরির অভিযোগ ঘিরে রণক্ষেত্র হয়ে উঠল নদিয়া জেলার ধানতলা থানার কুলগাছি এলাকা। জনরোষের হাত থেকে চুরির ঘটনায় অভিযুক্তদের উদ্ধারে গিয়ে আক্রমণের মুখে পড়ল খোদ পুলিশ। দ্রুত এলাকা ছাড়তে গিয়ে ঘটে বিপত্তিও। অন্ধকারে গাড়ি ঘোরাতে গিয়ে পুলিশের গাড়ি ধাক্কা মারে ৩জনকে। তাঁদের মধ্যে ছিল এক কিশোরও। তাঁকে পিষ্ট হতে হয় পুলিশের গাড়ির চাকায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই কিশোরের। আর তারপরেই সেই ঘটনাকে ঘিরেও জনতা-পুলিশ খণ্ডযুদ্ধে উত্তাল হয়ে ওঠে এলাকা। জানা গিয়েছে, বেশ কিছুদিন ধরেই ধানতলা থানার কুলগাছি এলাকায় গরু চুরি ঘটনা ঘটেছিল। সোমবার রাত প্রায় সাড়ে আটটা নাগাদ চুরির ঘটনায় পাশের গ্রামের এক ব্যাক্তি ও তার ছেলেকে ধরে স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে যায় ধানতলা থানার পুলিশ। উত্তেজিত জনতার হাত থেকে চোর সন্দেহে আটক করা দুই ব্যক্তিকে উদ্ধার করতে গিয়ে শুরু হয় পুলিশ জনতা ধ্বস্তাধ্বস্তি। গণ্ডগোলের মধ্যে হঠাৎই পুলিশ গাড়ি গতি বাড়িয়ে বেরিয়ে আসার চেষ্টা করে। তখনই পুলিশের গাড়ির তলায় পড়ে যায় তিনজন। তাতে পিষ্ট হয়ে মৃত্যু হয় এক কিশোরের। তার নাম আকাশ রায়(১৫)। আহত হয় আরও ২ যুবক। এরপর জনতার ক্ষোভের বাঁধ ভাঙে। উত্তেজিত জনতা পুলিশ গাড়িতেও ভাঙচুর চালায় বলে অভিযোগ। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় মোতায়ন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী। আহত ২ যুবকের রানাঘাট মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে।