টানা বৃষ্টিতে হলদিয়া পুরসভার বহু ওয়ার্ড জলমগ্ন। আজ, শুক্রবার টাউনশিপের আবাসন এলাকায় জল সামান্য নামলেও অনেক অংশ এখনও জলের তলায়। বস্তিগুলি কার্যত ভেসে গিয়েছে। ফ্ল্যাট ও পাকা বাড়ির বাসিন্দাদেরও দুর্ভোগ চরমে। বহু বাড়ি জলমগ্ন হয়ে পড়ায় মিটার বক্সে জল ঢুকে গিয়েছে। ফলে বিদ্যুৎহীন হয়ে পড়েছে এলাকা। শহরের মূল রাস্তাগুলি এখনও জলের তলায়। পানীয় জলের সঙ্কট দেখা দিয়েছে বেশিরভাগ ওয়ার্ডে। দু’দিনে হলদিয়ায় প্রায় সাড়ে ৩০০ মিলিমিটার বৃষ্টি হয়েছে। তবে শীঘ্রই জল নেমে যাবে, কাজও শুরু হয়েছে বলে দাবি করেছে বন্দর কর্তৃপক্ষ। বন্দরের পণ্য জলমগ্ন বলে জানা গিয়েছে।