জেলা

টানা বৃষ্টিতে জলমগ্ন হাওড়া

একটানা বৃষ্টিতে জলমগ্ন সমগ্র হাওড়া জেলা। একদিকে হাওড়া পুরসভা প্রায় ২৫টি ওয়ার্ড জলের তলায়। অন্যদিকে প্রায় একই অবস্থা উলুবেড়িয়া পুরসভার। পাম্প চালিয়েও প্রচণ্ড ধীরগতিতে নামছে জল। দাশনগর, রামরাজাতলা, টিকিয়াপাড়া, লিলুয়া, মধ্য হাওড়ার পঞ্চানন তলা, উত্তর হাওড়া সালকিয়া, ঘুসুড়ি-সহ সমগ্র সদর হাওড়ায় জল থই থই। কোথাও হাঁটু সমান তো কোমর সমান। এদিন সকালে খোলা যায়নি দোকানপাট। চরম দূর্ভোগে কমপক্ষে ২৫ টি ওয়ার্ডের মানুষজন। তাদের অভিযোগ, ভোটের আগে নেতারা এসে প্রতিশ্রুতি দিয়ে যান। কিন্তু পরে কিছুই করেন না। ফিবছর বর্ষাকাল এলেই একই সমস্যা হয়ে দাঁড়ায়। গত কয়েক বছর ধরে তো পুরসভা কোনও কাজই করেনি। একদিকে সদরের যেমন এই ছবি, অন্যদিকে আরও ভয়ানক অবস্থা গ্রামীণ হাওড়ার। বিঘের পর বিঘে চাষের জমি জলের তলায়। জলমগ্ন আমতা, উদয়নারায়নপুর, জগত্‍বল্লভপুরের মতো জনবসতিপূর্ণ এলাকা। উলুবেড়িয়া পুরসভার রঘুদেবপুর, মল্লিকপাড়া, মোল্লাপাড়া, ফুলেশ্বর, চেঙ্গাইলে কোমর সমান জল। দোকানপাট খোলা হয়নি অধিকাংশই।