কয়েকদিন আগেই পর্যটকদের জন্য খুলেছে মন্দারমণি ৷ এবার খুলতে চলছে সমুদ্র সৈকত দিঘা ৷ আজ থেকে খুলে গেল সেখানকার হোটেলগুলি। চালু হচ্ছে বুকিং সিস্টেমও। তবে এর আগে প্রত্যেক হোটেলকে জীবাণুনাশক স্প্রে করার পাশাপাশি স্যানিটাইজার টানেল বসানোর নির্দেশও দেওয়া হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। অন্যদিকে উপকূল এলাকার হোটেলগুলির ক্ষেত্রে খোলা হবে ৩০ শতাংশ রুম। পাশাপাশি এইসব হোটেলগুলিতে কর্মী সংখ্যাও প্রতিদিন ৩০ শতাংশের মধ্যেই রাখতে হবে বলে প্রশাসন সূত্রে নির্দেশ দেওয়া হয়েছে।