জেলা

এবার পূর্ব বর্ধমানে দামোদরের পাড়ে দেখা মিলল ডলফিনের

 পূর্ব বর্ধমানের গলসি থানার শিল্ল্যা ঘাটের দামোদরের জলে দেখা পাওয়া গেল গাঙ্গেয় ডলফিনের। তবে দামোদরে গাঙ্গেয় ডলফিন বা শুশুক-এর আগেও দেখা পাওয়া গিয়েছিল বলে বন দফতর সূত্রে জানা গিয়েছে। এর আগে ২০০২ সালে পারাজ এলাকার শিল্ল্যায় ও ২০২০ সালে গলসি ১ ব্লকের রনডিয়া এলাকায় দেখা মিলেছিল শুশুক বা গ্যাঞ্জেটিক ডলফিনের। তবে শুশুক বা গ্যাঞ্জেটিক ডলফিন সাধারণত দেখা পাওয়া যায় গঙ্গায় বা ভাগীরথীতে। সোমবার দামোদরে বালি খাদানে কাজ করার সময় কয়েকজন কর্মী প্রথম লক্ষ্য করেন, নদী বরাবর কালো বিরাট বড় একটা কিছু জল থেকে ঝাঁপ দিয়ে উঠে আবার জলে ডুবে যায়। তারাই মোবাইল ফোনে ডলফিনটিকে ক্যামেরা

বন্দি করেন। এরপরই দামোদরের জলে ডলফিনের আগমন সম্পর্কে জানতে পারা যায়। খবর পেয়ে স্থানীয় বাসিন্দারা নদীর ধারে চলে আসেন। তারাও ডলফিনের ছবি ক্যামেরাবন্দি করেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বিষয়টি সম্পর্কে গলসি থানার পক্ষ থেকেও খোঁজ নেওয়া হয়েছে। দামোদর এলাকার পাশে থাকা মাঝি ও অন্য পেশার মানুষদের সর্তক করেছে পুলিশ। বন দফতরের সঙ্গেও যোগাযোগ করা হচ্ছে। পাশাপাশি ইতিমধ্যেই প্রায় বিলুপ্ত হতে বসা এই জলজ প্রাণীটিকে কেউ কোনওভাবে যাতে বিরক্ত করতে না পারে, তা নিশ্চিত করতে কড়া নজরদারিও চালাচ্ছে বনবিভাগ।