ভূমিকম্পে কেঁপে উঠল উত্তরবঙ্গের একাধিক জেলা। কম্পন অনুভূত হয়েছে কোচবিহার, শিলিগুড়ি, কালিম্পং, দার্জিলিঙেও। জানা গিয়েছে, রিখটার স্কেলে কম্পন মাত্রা ছিল ৫.৩। পুজোর আগে খোশমেজাজে শপিংয়ে বেরনো জেলাবাসীর মধ্যে আচমকা আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকে আবার গান্ধী জয়ন্তী উপলক্ষে পাওয়া ছুটি ঘুমিয়ে, আরাম করে কাটাচ্ছিলেন। আচমকা পায়ের নীচে মাটি দুলে ওঠায় তড়িঘড়ি সকলে বাড়ির বাইরে বেরিয়ে আসেন। তবে কম্পন মাত্রা মৃদু হওয়ায় অনেকে বোঝেননি কী হয়েছে। বাসিন্দারা জানিয়েছেন, সোয়া ছটা নাগাদ আচমকা অনুভূত হয় কম্পন। শেষ পাওয়া খবর অনুযায়ী, কম্পনের মাত্রা মৃদু হওয়ায় প্রাথমিক ভাবে কোনও ক্ষয়ক্ষতি হয়নি। কিন্তু, পুজোর মুখে এমন ভূমিকম্পে আসন্ন উৎসবের মরশুম যেন নির্বিঘ্নে কাটে সেই নিয়ে প্রার্থনায় সকলে। জানা গিয়েছে, কোচবিহার ও শিলিগুড়িতেই প্রভাব বেশি। কোচবিহারের মাথাভাঙা, তুফানগঞ্জ, শীতলখুচি, দিনহাটায় অনুভূত হয় কম্পন। শিলিগুড়িতেও একাধিক জায়গায় বাসিন্দারা টের পায় কম্পন। রিখটার স্কেলে কম্পনের মাত্রা কম থাকায় কোনও ক্ষয়ক্ষতি ঘটেনি বলেই জানা গিয়েছে।