মালদা

গনিখানের নাম ভাঙিয়ে আর কতদিন: মমতা

মালদাঃ গনিখানের নাম ভাঙিয়ে আর কতদিন চলবে কংগ্রেস? মালদার গনি-গড়ে দাঁড়িয়ে কংগ্রেসের বিরুদ্ধে এমনি মন্তব্য করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কংগ্রেসকে নিশানা করে তিনি বলেন, সিপিএমের কাছে কংগ্রেস বিকিয়ে গিয়েছিল বলেই আমি ৯৮ সালে দল ছেড়েছিলাম। এখন কংগ্রেস সিপিএমকে ছেড়ে আরএসএসের কাছে নিজেদের বিকিয়ে দিয়েছে। মুর্শিদাবাদে সেই ছবি টাটকা। আর মালদা এখনও গনিখানকে ভাঙিয়ে খাচ্ছে কংগ্রেস।এখন দেখছি, কংগ্রেস আরএসএস, বিজেপির কাছে বিকিয়ে যাচ্ছে। তৃণমূলের বিরোধিতা করতে আর কত নীচে নামবে। নিজেরা কোনও আন্দোলনে থাকে না, মানুষের পাশে থাকে না। মানুষের জন্য কাজ করে না। শুধু কুৎসা করে রাজনীতি হয় না। তিনি এও বলেন, সারা বছর কুৎসা করবে, আর ভোট এলে গনি খানের নামে ভোট চাইবে, তা হয় নাকি। তাই কংগ্রেস থেকে মানুষ মুখ সরিয়ে নিয়েছে। সেই কারণেই মৌসম আজ কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছে। মৌসমের লড়াইকে আমি স্যালুট করি। কংগ্রেস মৌসমের

বিরুদ্ধে অনেক আজে বাজে কথা বলছে। তার জবাব এই ভোটেই দিতে হবে। মালদার মানুষই মৌসমের হয়ে সেই জবাব দেবেন। সব জবাব ভোট বাক্সে দিয়ে বুঝিয়ে দিতে হবে মৌসম কোনও ভুল করেননি। মালদার মানুষ তাঁর পাশে রয়েছেন। রাজ্যে কংগ্রেস সাইনবোর্ড হয়ে গিয়েছে। এরপর সাইনবোর্ডটুকুও খুলে নিতে হবে। তিনি আরও বলেন, মানুষ বাম-বিজেপি- কংগ্রেসকে একসঙ্গে বিদায় করে দেবে। বাংলায় ৪২-এ ৪২ হবে। এ রাজ্য থেকে তৃণমূল দিল্লিতে সরকার গড়তে সাহায্য করবে। শুধু সাহায্যই নয়, বাংলা এবার নেতৃত্বে দেবে দিল্লির সরকারে। ইউনাইটেড ফ্রন্টই এবার দেশ চালাবে। দেশকে সঠিক পথ দেখাবে। দেশ থেকে বিজেপিকে হটিয়ে সুশাসন প্রতিষ্ঠা করতে হবে।

https://www.facebook.com/MamataBanerjeeOfficial/videos/595881087562974/