মালদা

ঢোল বাজানোকে কেন্দ্র করে বচসার জেরে আক্রান্ত ব্যক্তির মৃত্যু

হক জাফর ইমাম, মালদা: ঢোল বাজানোকে কেন্দ্র করে বচসার জেরে ব্যক্তিকে বেধড়ক মারধর , টানা দশ দিন চিকিৎসা,অবশেষে মৃত্যু ওই ব্যক্তির।অভিযুক্তদের বিরুদ্ধে খুনের অভিযোগ নিয়ে পুলিশের দ্বারস্থ মৃতার পরিজন।ঘটনাটি ঘটেছে মালদার মানিকচক থানার ধরমপুর অঞ্চলের ঝাইটনটোলা গ্রামে।অভিযোগ পেয়েই ঘটনার তদন্তে পুলিশ।তবে পলাতক অভিযুক্তরা। পুলিশ সূত্রে জানাগেছে, মৃতার নাম উত্তম মন্ডল(৪৫)।পেশায় দিনমজুর ছিলেন।ধরমপুর অঞ্চলের কামতবাড়ি গ্রামের বাসিন্দা।অভিযুক্তরা হলেন ,পবন দাস, স্বপন মন্ডল, ভোগীরথ দাস।অভিযুক্তরা ঝাইটনটোলা গ্রামের বাসিন্দা।এই তিন জনের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করেছেন মৃতার স্ত্রী।স্থানীয় সূত্রে জানাগেছে, প্রতিবছরের মত ঝাইটনটোলা গ্রামে ১৪ই এপ্রিল চৈত্র সংক্রান্তি উপলক্ষে চরক পূজার মেলার আয়োজন করা হয়েছিলো।গ্রামবাসীরা যে যার মতো মেলা প্রাঙ্গনে আনন্দ উপভোগে এসেছিলেন।অন্যান্যদের মতো পার্স গ্রাম কামতবাড়ি গ্রামের বাসিন্দা উত্তম বাবুও এসেছিলেন।সেই সময় উত্তম বাবুর সাথে মেলায় উপস্থিত থাকা কয়েকজন ব্যক্তির সাথে ঢোল বাজানো নিয়ে বচসা হয়।মৃতার পরিবারের অভিযোগ,বচসা থেকে উত্তম মন্ডলকে মারধর শুরু করে দেয় তিনজন ব্যক্তি।বেধড়ক মারধরে গুরুতর আহত হয় উত্তম মন্ডল।তড়িঘটি তাকে উদ্ধার করে প্রথমে মানিকচক গ্রামীন হাসপাতাল ও পরে সেদিন রাতেই তাকে মালদা মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতালে ভর্তি করা হয়।তবে আঘাত গুরুতর থাকায় মালদা মেডিকেল কলেজ এন্ড হাসপাতালের চিকিৎসকেরা পরিবারের সদস্যদের কলকাতা স্থানান্তরের পরামর্শ দেন।কিন্তু পরিবারের আর্থিক সংকট থাকায় গ্রামবাসীরা মিলিত হয়ে মালদা শহরের একটি বেসরকারি নার্সিং হোমে ভর্তি করান।টানা সেখানেই চিকিৎসাধীন অবস্থায় বুধবার মৃত্যু হয় আক্রান্ত উত্তম মন্ডলের।
তারপর এদিন রাতেই মানিকচক থানায় মৃতার স্ত্রী ছায়া মন্ডল অভিযুক্ত পবন দাস, স্বপন মন্ডল, ভোগীরথ দাস এর বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করেন।দোষীদের শাস্থি সহ ন্যায় বিচারের দাবি জানিয়েছেন মৃতার পরিজনেরা।অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমেছে মানিকচক থানার পুলিশ।তবে পলাতক অভিযুক্তরা।