দেশ

পর্যটকদের পুরী ছাড়ার নির্দেশ, জারি সতর্কতা

ফেনি আছড়ে পড়তে চলেছে ওড়িশা উপকূলে। জারি হয়েছে সতর্কতা। তাই আগে থেকেই একাধিক সতর্কতা মূলক পদক্ষেপ নিয়েছে ওড়িশা সরকার। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক সরকারি কর্মীদের ছুটি বাতিল করার নির্দেশ দিয়েছেন। ইতিমধ্যেই উপকূলবর্তী এলাকা খালি করে দিতে বলেছে রাজ্য সরকার। আধিকারিককে পরিস্থিতি পর্যবেক্ষণের নির্দেশ দেওয়া হয়েছে। সৈকত শহর পুরী থেকে পর্যটকদের সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পুরীতে সারা বছরই পর্যটকদের ভিড় লেগে থাকে। সেই কারণে আগাম সতর্কতা হিসেবে পুরীকে পর্যটক মুক্ত করার নির্দেশ জারি করেছে প্রশাসন। আর যাঁরা কোনও কারণে পুরী থেকে যেতে পারবেন না তাঁদের হোটেল থেকে বেরোতে নিষেধ করা হয়েছে। উপকূলবর্তী এলাকার সব স্কুল ও কলেজে বৃহস্পতিবার থেকে ছুটি ঘোষণা করা হয়েছে। আগামী ১২ ঘণ্টার মধ্যে আরও শক্তিবৃদ্ধি করে ওড়িশা উপকূলে আছড়ে পড়বে ফেনি। ঝড়ের গতিবেগ ঘণ্টায় ১৮৫ কিলোমিটার থেকে ২০৫ কিলোমিটার পর্যন্ত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ঝড়ের ফলে ক্ষতিগ্রস্থ হতে পারে ওডিশা, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু ও পশ্চিমবঙ্গের বেশ কিছু এলাকা। এইসব রাজ্যের উপকূলবর্তি এলাকায় সতর্কতা জারি করা হয়েছে।