জেলা

নকশালবাড়ির নির্বাচনী জনসভা থেকে প্রচারে ঝড় তুললেন মুখ্যমন্ত্রী

শিলিগুড়িঃ ঝগড়া করা চলবে না, পাহাড় ভাগ হবে না, গোর্খা ও আদিবাসিদের করা হবে আইডেন্টিটি। লোকসভা নির্বাচনের আগে দার্জিলিং লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী অমর সিং রাইয়ের সমর্থনে নকশালবাড়ির জনসভা থেকে এমনটাই বললেন তৃণমূল সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার শিলিগুড়ি মহাকুমার নকশালবাড়ির আদিবাসী মাঠে দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে লোকসভা নির্বাচনে তৃণমূল প্রার্থী অমর সিং রাইয়ের সমর্থনে এক জনসভার আয়োজন করা হয় এই জনসভায় প্রধান বক্তা ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন দুপুর তিনটে নাগাদ তিনি সভাস্থলের পাশের একটি মাঠে হেলিপ্যাড থেকে নামার পর সরাসরি সভা মঞ্চে উপস্থিত হন। এরপরই দুপুর তিনটা আঠারো মিনিট নাগাদ তিনি বক্তব্য শুরু করেন। এদিন তার 45 মিনিটের বক্তব্যে বেশিরভাগটাই তিনি কেন্দ্রীয় সরকার ও নরেন্দ্র মোদিকে কটাক্ষ করেন। তিনি নাম না করে নরেন্দ্র মোদীকে কটাক্ষ করে বলেন চৌকিদার ঝুটা হে। তাই ভোটের আগে মোদী নানা

প্রতিশ্রুতি দিয়ে দিলেও ভোটের পরে কথা রাখে না। মুখ্যমন্ত্রী জনসভা থেকে বলেন নরেন্দ্র মোদি সরকার চলে গেলে বাংলায় ১00 দিনের কাজ কে দ্বিগুন করা হবে। একই সঙ্গে কাজের মজুরিও করা হবে দ্বিগুণ। অন্যদিকে তিনি অভিযোগ করে বলেন পাহাড়ে অশান্তির সময় রাজ্য সরকার পাহাড়কে শান্ত করলেও বিজেপি দিল্লি থেকে বসে পাহাড়কে অশান্ত করার চেষ্টা করছে। তাই গত বছরও লোকসভা নির্বাচনের আগে প্রধানমন্ত্রী তার ভাষণে বলেছিল বিজেপি ক্ষমতায় এলে পৃথক রাজ্য গোর্খাল্যান্ড করে দেওয়া হবে। কিন্তু ভোটের পর কোন প্রতিশ্রুতি রাখেনি বরং পাহাড় কে অশান্ত করার চেষ্টা করছে। এদিনের নকশালবাড়ি জনসভা থেকে মুখ্যমন্ত্রী বিজেপি কে বসন্তের কোকিল বলে কটাক্ষ করেন। অন্যদিকে তিনি এ দিন জনসভা মঞ্চের থেকে রাজ্য সরকারের একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদাহরণ তুলে ধরেন। এই প্রকল্পের মধ্যে তিনি কন্যাশ্রী, রূপশ্রী ও সবুজ সাথী সহ রাজ্য সরকার গুরুত্বপূর্ণ প্রকল্প গুলির কথা বলেন। তিনি সভামঞ্চে থেকে তিনি আরও বলেন আগামীদিনে দেশকে পথ দেখাবে বাংলাই। এদিনের সভায় মঞ্চে উপস্থিত ছিলেন দার জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা পর্যটন মন্ত্রী গৌতম দেব মোর্চার নেতা বিনয় তামাং ও দার্জিলিং এর তৃণমূল প্রার্থী অমর সিং রাই।

https://www.facebook.com/MamataBanerjeeOfficial/videos/2322312078039535/