প্যারিসঃ প্যারিসের নোত্রদাম গির্জায় ভয়াবহ আগুন। সোমবার ফ্রান্সের স্থানীয় সময় ঠিক দুপুর বেলায় আগুন লাগে বলে জানা গেছে। এতটাই ভয়াবহ আগুন লেগেছে যে গির্জার ছাদ খসে পড়েছে। গির্জায় সংষ্কারের কাজ চলছিল। তা থেকেই আগুন লেগেছে বলে মনে করা হচ্ছে। প্রাথমিকভাবে এটিকে দুর্ঘটনা বলেই মনে করা হচ্ছে। সাড়ে আটশো বছর পুরনো এই গির্জা ৬০ লক্ষ ইউরো ব্যয়ে সংষ্কার চলছিল। ফরাসি প্রশাসন জানিয়েছে, এই দুর্ঘটনায় কারও হতাহত হওয়ার আশঙ্কা নেই। নিরাপত্তা বাহিনী ও বিপর্য মোকাবিলা বাহিনী নেমে কাজ শুরু করে দিয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনা যায়নি বলে জানা গেছে। প্রায় ৮০০ বছর পুরনো এই গির্জাটি প্যারিসের প্রাচীন গির্জাগুলির মধ্যে অন্যতম। দেখুন ভিডিও –