জেলা

উত্তর দিনাজপুরে জোড়া সভায় ঝড় তুললেন মমতা

উত্তর দিনাজপুরঃ সোমবার উত্তর দিনাজপুরে জোড়া সভা করলেন তৃণমূল সুপ্রিমো ত মমতা বন্দ্যোপাধ্যায়। প্রথম সভা করেন রায়গঞ্জে আর দ্বিতীয় সভা করেন ইসলামপুর কোর্ট মাঠে।   তিনি এখানে বলেন,  কংগ্রেসে বিজেপিকে রুখতে ব্যর্থ হয়েছে বলেই গত পাঁচ বছরে দেশে বিজেপির এর বাড় বাড়ন্ত হয়েছে বলে অভিযোগ করেছেন তৃণমূল কংগ্রেস নেত্রী। এদিনের মঞ্চে আবারও তিনি কেন্দ্রের বঞ্চনার অভিযোগ করেছেন। রাজ্যের নাম বদলের সিদ্ধান্তও যে কেন্দ্রীয় সরকার জন্যই আটকে রয়েছে তা নিয়ে রীতিমত ক্ষোভ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী। এর আগেও রাজ্যের প্রতি কেন্দ্রের বঞ্চনা নিয়ে একাধিক অভিযোগ করেছেন তিনি। রাজ্যের একাধিক উন্নয়ন প্রকল্পের টাকা কেন্দ্রীয় সরকার আটকে রেখে দিয়েছে। বাংলার মানুষকে রক্ষা করা তো দূরের কথা তাঁদের মধ্যে বিভেদ তৈরির চক্রান্ত করে চলেছে বিজেপি। গত পাঁচ বছরে বেকার সংখ্যা দুকোটি বেড়েছে। বিজেপির সদ্য প্রকাশিত ইস্তেহার নিয়েও মোদিকে তীব্র আক্রমণ করেছেন তিনি। মমতা অভিযোগ করেছেন বিজেপি তাদের ইস্তেহারে যে সংকল্পের কথা বলেছে তা ভাঁওতাবাজি ছাড়া আর কিছুই নয়।

https://www.facebook.com/MamataBanerjeeOfficial/videos/1417105721765077/
https://www.facebook.com/MamataBanerjeeOfficial/videos/3196580960367271/