বিদেশ

শ্রীলঙ্কায় মৃত্যুর সংখ্যা বেড়ে ৩৫৯

লঙ্কায় চার্চ, হোটেল এবং কলম্বোর পার্শ্ববর্তী এলাকায় ভয়াবহ ধারাবাহিক বোমা হামলায় মৃত্যুর সংখ্যা বেড়ে ৩৫৯ জনে দাঁড়িয়েছে। এছাড়া হামলায় আহত হয়েছেন আরও ৫০০জন। মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে দেশটির পুলিশ এখন পর্যন্ত ৪০ জনকে গ্রেপ্তার করেছে। নিহতদের স্মরণে দেশটির নাগরিকেরা গতকাল তিন মিনিট নিরবতা পালন করেছে। শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে টুইটারে দেওয়া এক পোস্টে বলেন, এই ট্রাজেডির মুখে আমাদের ঐক্যবদ্ধ থাকা আবশ্যক। ইতিমধ্যে এ সিরিজ বোমা হামলার দায় স্বীকার করেছে ইসলামিক স্টেট(আইএস)। মঙ্গলবার আইএসের বার্তা সংস্থা আমাক এজেন্সি দায় স্বীকার করে।