জেলা

বাবুল সুপ্রিয়-র বিরুদ্ধে জোড়া এফআইআর করল নির্বাচন কমিশন

বাবুলের বিরুদ্ধে এবার জোড়া এফআইআর করল খোদ নির্বাচন কমিশনই। নির্বাচন কমিশনের কর্মীর ক্যামেরা ভেঙে দেওয়া ও কমিশনের আপত্তি সত্ত্বেও প্রচারে বিজেপির থিম সং ব্যবহার করার অভিযোগে বাবুলের নামে এফআইআর দায়ের করা হল। বিজেপি নেতা বাবুল সুপ্রিয়র বিরুদ্ধে এফআইআর দায়ের করে নির্বাচন কমিশন। অভিযোগ, আসনসোলে বিজেপির নির্বাচনী প্রচারের ছবি তুলতে গেলে বাধা দেন কেন্দ্রীয়মন্ত্রী তথা সংসদ পদপ্রার্থী বাবুল সুপ্রিয়। কমিশনের ভিডিও সারভাইল্যান্স টিম সদস্যদের সঙ্গে তিনি দুর্ব্যবহার করেন। বিতর্কে জড়িয় পড়েব বিজেপির প্রার্থী বাবুল। শেষে কমিশনের নিয়োগ করা কর্মীর ভিডিও ক্যামেরা কেড়ে নেন তিনি। ভেঙেও দেন বলে অভিযোগ। এই ঘটনার জেরে সোমবার তার বিরুদ্ধে কমিশনে অভিযোগ করা হয়।এরপরই নির্বাচন কমিশন বিজেপি প্রার্থী বাবুল সুপ্রিয়র বিরুদ্ধে এফআইআর করেন। একটা নয়, একেবারে জোড়া এফআইআর।