জেলা

দুই রেল চালকের বিবাদে স্টেশনে যাত্রী হয়রানি

হক নাসরিন বানু, দক্ষিণ দিনাজপুরঃ দুই ট্রেন চালকের সানটিং করা নিয়ে বিবাদের জেরে যাত্রী হয়রানি বালুরঘাট রেল স্টেশনে। ডিউটি আওয়ার শেষ, তাই আর বাড়তি কাজ করবেন না চালক। এমনকি সাফ জানিয়েছেন ট্রেনও সানটিং করবেন না রেল কর্মীরা। নির্দিষ্ট সময়ের থেকে প্রায় দেড় ঘন্টা পর এই স্টেশন থেকে ছাড়া হয় গৌড়লিঙ্ক। ক্ষোভ যাত্রীদের। জানা গেছে,শিলিগুড়ি ইন্টারসিটি আসার পর প্রতিদিন বিকেল ৫ টা ৫ মিনিটে বালুরঘাট স্টেশন থেকে যায় গৌড়লিঙ্ক ট্রেন। এদিন শিলিগুড়ি ইন্টারসিটি ট্রেনটি অনেকটাই দেরিতে বালুরঘাট স্টেশনে ঢোকে। আর ততক্ষণে ইন্টারসিটির কর্মীদের কাজের নির্দিষ্ট সময় পেরিয়ে যায়। সেকারণে বালুরঘাট স্টেশনে দুই নাম্বার প্লাটফর্ম থেকে এক নাম্বার প্লাটফর্মে ট্রেন সানটিং করবে না বলে তারা জানিয়ে দেয় বালুরঘাট স্টেশন ইনচার্জকে। এতেই রেল কর্মীদের মধ্যে বচসা বাঁধে। এদিকে নির্দিষ্ট সময় পার হয়ে গেলেও গৌড়লিঙ্ক স্টেশন ছাড়তে পারেনা। স্বাভাবিক ভাবেই ক্ষোভ দেখা দেয় যাত্রীদের মধ্যে। এরপর বালুরঘাট স্টেশন কর্তৃপক্ষের উদ্যোগে প্রায় ঘন্টা দেড়েক পর ট্রেন ছাড়ে। রেল সূত্রে খবর, যে চালক ট্রেন নিয়ে আসবে তাকেই স্টেশনে ট্রেন সানটিং করতে হয়। কিন্তু নির্দিষ্ট সময় পার হয়ে যাওয়ায় শিলিগুড়ি ইন্টারসিটি ট্রেনের চালকরা ট্রেন সানটিং করবেন না বলে সাফ জানিয়ে দেন। এতেই বিপত্তি দেখা দেয়। রেল যাত্রি বিনোদ কামেত ও মঞ্জু দত্ত জানান, দীর্ঘক্ষণ ধরে স্টেশনে দাঁড়িয়ে আছেন তারা। কিন্তু ট্রেন ছাড়ছেনা। কিছু বাদে বাদে মাইকে ঘোষণা করা হচ্ছে এখউনি ছাড়বে ট্রেন। পরে জানতে পারেন রেল কর্মীদের মধ্যে বচসা। তার জেরেই এক ঘন্টার উপর স্টেশনে বসে আছেন। ট্রেন সময় মত না ছাড়ায় গন্তব্যস্থলে যেতে সমস্যা হবে। এনিয়ে যাত্রীরা ক্ষোভ উগড়ে দেয়। অন্য দিকে রেলের মালদার প্যাসেঞ্জার গার্ড গৌতম চক্রবর্তী জানান, কাজের সময় শেষ হয়ে গেছে তাই ট্রেন সানটিং করবে না চালক। এনিয়েই সমস্যা হয়। পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে ট্রেন সানটিং করা হয় ও ট্রেন ছাড়া হয়। এই সমস্যা এখানে ৩০ দিনই কম বেশী লেগেই থাকে।