জেলা

ঝাড়গ্রামে ফের হাতির হানায় মৃত এক

ঝাড়গ্রাম: হাতির হানায় মৃত্যু হল এক ব্যক্তির। ঝাড়গ্রামের কাজলা থেকে ঘটিডুবা যাওয়ার রাস্তায় দেহটি পাওয়া যায়। মৃতের নাম অযোধ্যা সিং (৫০)। তাঁর বাড়ি ঘটিডুবা গ্রামে। পেশায় তিনি দিনমজুর। শুক্রবার ঝড়ের সন্ধ্যায় কাজ সেরে বাড়ি ফেরার সময় তিনি বুনো রেসিডেন্ট হাতির সামনে পড়ে যান বলে স্থানীয় সূত্রের খবর। সকালে রাস্তার ধারে হাতির পদপিষ্ট দেহটি দেখতে পান এলাকার লোকজন। বন দপ্তরের লোকজন ও পুলিশ গিয়ে দেহটি উদ্ধার করে ময়না তদন্তে পাঠায়।