ঝাড়গ্রাম: হাতির হানায় মৃত্যু হল এক ব্যক্তির। ঝাড়গ্রামের কাজলা থেকে ঘটিডুবা যাওয়ার রাস্তায় দেহটি পাওয়া যায়। মৃতের নাম অযোধ্যা সিং (৫০)। তাঁর বাড়ি ঘটিডুবা গ্রামে। পেশায় তিনি দিনমজুর। শুক্রবার ঝড়ের সন্ধ্যায় কাজ সেরে বাড়ি ফেরার সময় তিনি বুনো রেসিডেন্ট হাতির সামনে পড়ে যান বলে স্থানীয় সূত্রের খবর। সকালে রাস্তার ধারে হাতির পদপিষ্ট দেহটি দেখতে পান এলাকার লোকজন। বন দপ্তরের লোকজন ও পুলিশ গিয়ে দেহটি উদ্ধার করে ময়না তদন্তে পাঠায়।
Related Articles
উত্তর দিনাজপুরে পরিযায়ী শ্রমিক বোঝাই বাস উল্টে মৃত ১, শিশু এবং মহিলা-সহ আহত ১৬
উত্তর দিনাজপুরে সাত সকালে মর্মান্তিক দুর্ঘটনা। নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল পরিযায়ী শ্রমিক বোঝাই বাস। শুক্রবার ভোরে উত্তর দিনাজপুরের চোপড়া থানার কালাগছ এলাকার ৩১ নং জাতীয় সড়কে এই দুর্ঘটনাটি ঘটেছে। এই ঘটনায় মৃত্যু হয়েছে এক বাস যাত্রীর। আহত মহিলা এবং শিশু-সহ ১৬জন। স্থানীয় সূত্রে খবর, ওই বাসে চেপে কোচবিহারের চৌধুরী হাট থেকে বিহারের পুর্ণিয়ার এক ইটভাটায় […]
উলুবেড়িয়ায় বাজি ফাটাতে গিয়ে মৃত্যু হল ২ শিশু ও এক কিশোরীর
দীপাবলির আনন্দের মধ্যে ঘটে গেল ভয়ঙ্কর ঘটনা। বাজি ফাটাতে গিয়ে অঘটন উলুবেড়িয়ায়। ফুলঝুরি জ্বালাতে গিয়ে আগুনে পুড়ে মৃত দুই শিশু, কিশোরীর। ভস্মীভূত বাড়ি ও দোকান। স্থানীয় সূত্রে খবর, উলুবেড়িয়ার গ্রামে বাজি ফাটাতে গিয়ে আগুন লাগে একটি বাড়িতে। দাহ্যবস্তু থাকায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। ঘটনায় তিনজনের মৃত্যু হয়। ঘটনাস্থলে পুলিশ ও দমকলবাহিনী। স্থানীয় সূত্রে খবর, উলুবেড়িয়ার […]
পৌষমেলা বাতিলের সিদ্ধান্তেই অটল বিশ্বভারতী, হবে প্রধানমন্ত্রীর ভার্চুয়াল বক্তৃতা
এবার শান্তিনিকেতনে পৌষ মেলার আয়োজন হবে না। করোনা আবহে এবছর শান্তিনিকেতনে পৌষমেলা বাতিলের সিদ্ধান্তেই অটল রইল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সেই সঙ্গে জানানো হয়েছে, বিশ্বভারতীর শতবর্ষ পালন অনুষ্ঠান উপলক্ষ্যে ভার্চুয়াল সভায় যোগ দেবেন বিশ্ববিদ্যালয়ের আচার্য তথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সূত্রের খবর, ৮ পৌষ বিশ্বভারতীতে পালিত হবে প্রতিষ্ঠা দিবস। সেই দিনেই সূচনা হবে বিশ্বভারতীর শতবর্ষ উত্যাপন অনুষ্ঠান। সেই […]