জেলা

'রামের নাম বলব, ক্ষমতা থাকলে আটকান', মমতাকে চ্যালেঞ্জ অমিত শাহের

পশ্চিম মেদিনীপুরঃ ভারতী ঘোষকে মমতার নির্দেশ বেআইনি কাজ করতে চাননি, সেই কারণেই ভারতীর ওপর এত রাগ মমতার। এদিন ঘাটালের জনসভা থেকে এমনটাই বললেন বিজেপি সভাপতি অমিত শাহ। দুপুরের প্রচন্ড গরমে মাথার ওপর ছাউনি না থাকায় মাঠে কেউ বসতে চাননি। তাই ফাঁকা মাঠের জনসভা থেকেই তাঁর চ্যালেঞ্জ রামের নাম বলব, ক্ষমতা থাকলে আটকান। ক্ষমতায় এলে এনআরসি করে অনুপ্রবেশকারীদের তাড়ানোর কথা জানিয়েছেন অমিত শাহ।তারা রাম নাম বলবেন, ক্ষমতা থাকলে আটকান।ঘাটালের সভা থেকে চ্যালেঞ্জ জানালেন অমিত শাহ। তার প্রশ্ন জয় শ্রী রাম ধ্বনি ভারতে নেওয়া হবে নাতো কি পাকিস্তানে নেওয়া হবে। ঘাটালবাসীকে অমিত শাহের আবেদন, তার সঙ্গে বলুন জয় শ্রী রাম।এপরেই তিনি বলেন যে ধারা দেওয়ার দিন। জয় শ্রী রাম বলা থেকে কেউ আটকাতে পারবে না। মমতা বন্দ্যোপাধ্যায় যে মন্তব্য করেছিলেন নরেন্দ্র মোদীকে প্রধানমন্ত্রী বলে মানি না বলে, এদিন ঘাটাল থেকে তারও জবাব দেন অমিত শাহ। বলেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায় কি সংবিধান মানেন? সেই সংবিধান অনুসারে দেশের মানুষের সমর্থনে প্রধানমন্ত্রী হয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায় মানলেন কি না-মানলেন তাতে যায় আসে না।’এদিন নাম না করে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেন অমিত শাহ। বলেন, ‘দিল্লি থেকে যে টাকা আসছে তা সিন্ডিকেটে লুঠ করছে। সেই লুঠের টাকার ভাগ গুন্ডারাও পাচ্ছে না। সব টাকা আসছে ভাইপোর কাছে। ভাইপো সেই টাকা বিদেশে পাচার করছে।’ দিল্লির টাকা লুঠ করছে সিন্ডিকেট, লুঠের টাকা গুন্ডারাও পাচ্ছে না। সব টাকা চলে যাছে ভাইপোর কাছে আর সেই টাকা দিদির ভাইপো পাচার করছে বিদেশে বলে কটাক্ষ করেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ।