নদিয়ার রানাঘাট শহরে রেশন ব্যবসায়ীর বাড়িতে হানা এনফোর্সমেন্ট ডিরেকটরেটের। রানাঘাটে রেশন সামগ্রী ব্যবসায়ী ও চালকলের মালিক নিতাই ঘোষ। রানাঘাট শহরের ১৭ নম্বর ওয়ার্ডের ওল্ড বহরমপুর রোডের পাশে নিতাই ঘোষের বাড়ি। তাঁর বাড়িতেই হানা দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। শনিবার সকাল ৯টা নাগাদ এনফোর্সমেন্ট ডিরেকটরেটের ৮ সদস্যের একটি দল নিতাই ঘোষের বাড়িতে থানা দেয়। বাড়িটি ঘিরে রেখেছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। রানাঘাটের পাশাপাশি, নদিয়ার হরিণঘাটাতেও মালিক বিনয় দেবনাথ নামে এক চালকল মালিকের বাড়িতে হানা দেয় ইডি। সেইলঙ্গে নগরউখড়া গিরিবালা এগ্রো প্রোডাক্ট জয় বাবা লোকনাথ রাইস মিলেও ইডির হানা।