কলকাতা

এবার রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটককে তলব করল ইডি

 রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটককে তলব করল ইডি। কয়লা পাচার কাণ্ডে জিজ্ঞাসাবাদ করতেই তাঁকে তলব করা হয়েছে। সোমবারেই মন্ত্রী মলয় ঘটককে দিল্লিতে তলব করেছে ইডি। হাজিরা দিতে হবে আগামী ১৯ জুন। সঙ্গে আনতে বলা হয়েছে বেশ কিছু নথি। অন্যদিকে দুবাই যাত্রার উদ্দেশে পাড়ি দিতে চেয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা। সঙ্গে ছিল ২ সন্তান। তবে কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁকে বাধা দেয় অভিবাসন দফতর। বলা হয়, লুক আউট নোটিশ জারি করেছিল ইডি। এরপর কিছুক্ষণ অপেক্ষা করে বাড়ি ফিরেছিলেন রুজিরা। তিনি বাড়ি ফেরার কিছুক্ষণ পরেই তাঁকে তলব করে ইডি। ৮ জুন অর্থাৎ বৃহস্পতিবার তাঁকে সিজিও কমপ্লেক্সে এসে হাজিরা দিতে বলা হয়েছে। সময় দেওয়া হয়েছে সকাল ১০টা নাগাদ।