জেলা

এবার পুরুলিয়া জেলা পরিষদের সভাধিপতি সুজয় বন্দ্যোপাধ্যায়কে ইডি-র তলব

 এবার কয়লাপাচার কাণ্ডের তদন্তে নেমে এবার পুরুলিয়া জেলা পরিষদের সভাধিপতি সুজয় বন্দ্যোপাধ্যায়কে তলব করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। আগামী ১৪ নভেম্বর দিল্লিতে হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। সূত্রের খবর, পুরুলিয়া জেলা পরিষদের সভাধিপতি সুজয় বন্দ্যোপাধ্যায়কে বুধবার নোটিস পাঠিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। ওই নোটিসে বলা হয়েছে, আগামী ১৪ নভেম্বর দিল্লিতে ইডির দফতরে হাজিরা দেওয়ার জন্য। সূত্রের খবর, আর্থিক বিষয় সম্পর্কে তাঁর কাছে জানতে চাওয়া হবে। ইডি সূত্রের খবর, কয়লা পাচার কাণ্ডে অন্যতম অভিযুক্ত লালার ডায়েরি থেকে সুজয়ের নাম পান গোয়েন্দারা। এরপর তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হল। শুধু সুজয় বন্দ্যোপাধ্যায় নন কয়লা পাচার কাণ্ডে তলব করা হয়েছে তৃণমূল নেতা ভি শিবদাসনকেও। পাশাপাশি একই মামলায় বিনি শর্মাকেও তলব করেছে ইডি। তিন জনকেই দিল্লিতে ইডির সদর দফতরে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সুজয় বন্দ্যোপাধ্যায়কে তলবের পর বিজেপির বিরুদ্ধে রাজনৈতিক হিংসা চরিতার্থ করার অভিযোগ তুলেছে পুরুলিয়া জেলা তৃণমূলের নেতারা।